আপনজন ডেস্ক: দিল্লিতে এখন ডাবল ইঞ্জিন বিজেপি সরকার। সদ্য বিধানসভায় বিজেপি ফের ক্ষমতায় আসতেই আবার সাম্প্রদায়িকতাবাদীরা তাদের দাপট দেখাতে শুরু করল রাজধানীতে। শুক্রবার রাতে নয়াদিল্লিতে মুঘল সম্রাটদের নামে নামকরণ করা রাস্তার সাইনবোর্ডগুলি কিছু যুবক ভাঙচুর করে। খবরে বলা হয়, আকবর রোড, বাবর রোড ও হুমায়ুন রোডের সাইনবোর্ড ভাঙচুর ও কালো করে দেওয়া হয়। সাইনবোর্ডে ছত্রপতি শিবাজি মহারাজের পোস্টার লাগানো ছিল। একদল যুবকের ভাঙচুর ও সাইনবোর্ডে কালো রং ছিটিয়ে দেওয়ার ভিডিওও অনলাইনে প্রকাশিত হয়েছে।
খবর পাওয়ার পর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ তৎপর হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখযোগ্যভাবে, মুঘল সম্রাটদের নামে নামকরণ করা রাস্তাগুলির নামকরণের জন্য দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির দীর্ঘদিনের দাবি রয়েছে। মুঘল সম্রাটদের নাম লেখা সাইনবোর্ড বিকৃত করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ২০২১ সালের অক্টোবরে লুটিয়েন্সের দিল্লির আকবর রোডে একটি সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছিল এবং ‘সম্রাট হেমু বিক্রমাদিত্য’র পোস্টার সাঁটানো হয়েছিল। ২০১৮ সালের সেপ্টেম্বরেও আকবর রোডের একটি সাইনবোর্ডে ‘অটল মার্গ’ লেখা একটি পোস্টার পাওয়া গিয়েছিল বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct