আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্ট শুক্রবার কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার এবং রাজ্যের মাদ্রাসা বোর্ডকে ফাজিল (স্নাতকোত্তর) এবং কামিল (স্নাতক) কোর্সে থাকা মাদ্রাসার ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর দুর্দশার কথা তুলে ধরে একটি আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করেছে, যা ২০২৪ সালের নভেম্বরে শীর্ষ আদালত একটি রায়ে অসাংবিধানিক ঘোষণা করেছিল। শীর্ষ আদালত ২০০৪ সালের উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইনের ফাজিল ও কামিলের উচ্চতর স্তর সম্পর্কিত বিধানগুলিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইনের বিধানের সাথে সরাসরি বিরোধী বলে মনে করেছিল। তবে মহম্মদের নেতৃত্বে বেশ কয়েকজন পড়ুয়া এই পিটিশন দাখিল করেছেন। লামন রাজার আইনজীবী সঞ্জীব মালহোত্রা বলেন, এই রায়ের পর থেকে রাজ্য সরকার এই পড়ুয়াদের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে বদলির জন্য কিছুই করেনি।
আবেদনে বলা হয়েছে, এই নিষ্ক্রিয়তা তাদের সমতা ও মর্যাদার অধিকারের লঙ্ঘন। কামিল ও ফাজিল কোর্সের সীমা সম্পর্কে এই আদালতের সিদ্ধান্ত এবং আবেদনকারীদের দ্বারা তাদের বদলি / স্থানান্তর / থাকার ব্যবস্থা করার এবং / অথবা তাদের পরীক্ষা পরিচালনার জন্য নির্দেশিকা জারি করার আবেদনের বিষয়ে নিষ্ক্রিয়তা রাজ্য জুড়ে মাদ্রাসায় কামিল এবং ফাজিল অধ্যয়নরত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের উপর অনিশ্চয়তার ছায়া ফেলেছে, তাদের শিক্ষাগত সম্ভাবনা বিপন্ন হয়ে পড়েছে। শীর্ষ আদালত ২০০৪ সালের উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইনের ফাজিল ও কামিলের উচ্চতর স্তর সম্পর্কিত বিধানগুলিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইনের বিধানের সাথে সরাসরি বিরোধী বলে মনে করেছিল। উল্লেখ্য, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় অধ্যয়নরত মুসলিমও হিন্দু সমস্ত শিক্ষার্থীদের সরকারি স্কুলে স্থানান্তরিত করার জন্য উত্তরপ্রদেশ সরকারের সাম্প্রতিক নির্দেশ জারি করে। সেই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে জমিয়ত উলেমা-ই-হিন্দ এই আদেশকে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করে। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যসচিব দুর্গাশঙ্কর মিশ্র ২৬ জুন রাজ্যের সব জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে জারি করা এক নির্দেশে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (এনসিপিসিআর) ৭ জুনের একটি চিঠি উদ্ধৃত করেন। চিঠিতে সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় অধ্যয়নরত সকল অমুসলিম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কাউন্সিলের বিদ্যালয়ে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়। বলা হয় উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা পরিষদ কর্তৃক স্বীকৃত নয় এমন রাজ্যের সমস্ত মাদ্রাসায় অধ্যয়নরত সমস্ত শিশুদেরও কাউন্সিল স্কুলে ভর্তি করা উচিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct