আপনজন ডেস্ক: ফের গাজায় বড়সড় হামলা চালানোর নির্দেশ দিলেন নেতানিয়াহু সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইসরাইলে তেল আবিবের কাছে ৩ টি বাসে বিস্ফোরণ ঘটে। পুড়ে যাওয়া একটি বাসের ছবিও দেখা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত আহত হয় নি।কেননা এই বাস গুলো পরপর দাঁড় করানো ছিল। সেইসময় কোন যাত্রী ছিল না বলে জানা গিয়েছে।
এদিকে বিস্ফোরণ ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলে দাবি করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অভিযোগের তীর ছুঁড়লেন হামাসের দিকে। বদলা নিতে গাজায় বড়সড় হামলা চালানোর নির্দেশ দিলেন তিনি।
এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন এই ঘটনার তদন্ত করার জন্য। কীভাবে বাসে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে ইসরাইলি পুলিশ। সন্দেহভোজনদের উদ্দেশ্যে চলছে তল্লাশি। জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। গাজায় ফের গণহত্যা চালানো নিয়ে নেতানিয়াহুর সেনারা জানিয়েছে, তারা পশ্চিম তীরে আরও বড়সড় হামলা চালাবে। নির্দিষ্ট কিছু এলাকার প্রবেশপথ ইতিমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে। তবে কোন কোন এলাকায় প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে তা এখনও জানানো হয় নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct