সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: ২০২৫ শিক্ষা বর্ষের শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। বুধবার ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা।তার আগের দিন অসুস্থ হয়ে ভর্তি হতে হয় হাসপাতালে। যার ফলে অনিশ্চিত হয়ে উঠেছিল এদিনের পরীক্ষা ঘিরে। ছাত্রীর পাশাপাশি পরিবারের লোকজন ও একটি বছর নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে দুঃশ্চিন্তার মধ্যে ছিলেন।যাক শেষ পর্যন্ত রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, স্কুল পরিচালন সমিতির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ব্যক্তিদের সহায়তায় পরীক্ষা দেওয়া সম্ভব হয়। অসুস্থ ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে রাজনগর হাই স্কুলের ছাত্রী প্রীতি মন্ডল ।মঙ্গলবার রাত্রে তার নিজ বাড়ী রাজনগর ব্লকের কাষ্ঠগড়া গ্রামে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন অসুস্থ ছাত্রীকে তড়িঘড়ি রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আলিগড়ের শিসাল ফার্ম উচ্চ বিদ্যালয়ে ঐ মাধ্যমিক পরীক্ষার্থী ইতিমধ্যেই আগের সমস্ত বিষয়গুলির পরীক্ষা দেওয়া সম্পন্ন করেছে। কিন্তু মঙ্গলবার রাত্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওই পরীক্ষার্থী সহ গোটা পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। পরে রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রানা প্রতাপ রায় ও রাজনগর হাই স্কুলের প্রধান শিক্ষক কৌশিক দত্ত সহ পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয় বলে জানান ছাত্রীর মামা দয়াময় মোশান। সকলের সহযোগিতা না পেলে ভাগ্নীর আর পরীক্ষা দেওয়া সম্ভব হতো না, ফলে পুরো একটা বছরই নষ্ট হয়ে যেত । যে সমস্ত মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিবারের লোকেরা। রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মহিলা ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড থেকে একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct