সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: কোতুলপুর হাসপাতাল চত্বর এলাকা থেকে একের পর এক গাছ কাটার অভিযোগে সাত দিনের জন্য ছুটিতে পাঠানো হল কোতুলপুর গ্রামীণ হাসপাতালের ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিককে।
বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামীণ হাসপাতাল চত্বর জুড়ে রয়েছে বেশ কয়েকটি পুরনো গাছ স্থানীয়দের দাবি এই গাছ গুলির বয়স ৩০ থেকে ৩৫ বছর। এই গাছের তলায় আশ্রয় নিত রোগী রোগীর আত্মীয়রা এবং পথচারীরা। এবার একের পর এক সেই গাছে কোপ। অভিযোগের তীর হাসপাতালের বিএমওএইচ ড. দেবাঞ্জন ঘোষ এর বিরুদ্ধে। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান কোতুলপুর গ্রামীন হাসপাতালের বিভিন্ন স্টাফেদের কাছ থেকে শোনা গেছে হাসপাতালের আউটডোর চত্বর এলাকা থেকে একাধিক গাছ বিক্রি হয়ে গেছে। এবং কেউ বা কারা সেগুলি নিয়ে গেছে। সেই বিষয়টি নিয়ে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক২ এর নেতৃত্বে একটি টিম গঠন করা হয় বিষয়টি তদন্ত করার জন্য। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে তারা নেতিবাচক রিপোর্ট করে। সত্যি সত্যি ওইখান থেকে গাছ কাটা হয়েছে। যেহেতু এটা প্রশাসনিক ব্যর্থতা। তার জন্যই হাসপাতালের বিএমওএইচ ড. দেবাঞ্জন ঘোষকে ছুটিতে পাঠানো হয়েছে। এবং ৭ দিনের সময় দেওয়া হয়েছে তাকে রিপোর্ট করার জন্য। পাশাপাশি বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি মির্জাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকেও কিছু গাছ কাটা হয়েছে। সেখানে কিছু গাছের গুড়ি রয়ে গেছে।
ছবি: চিরঞ্জিত বিশ্বাস
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct