আসিফা লস্কর, ডায়মন্ডহারবার, আপনজন: ডায়মন্ড হারবার ক্রিমিনাল আদালতে নেই পর্যাপ্ত পরিমাণে বিচারক নেই কোন পোকসো আদালত। ডায়মন্ড হারবার আদালতে দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি এমনই বেশ কয়েকটি দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। বুধবার দুপুরে বার অ্যাসোসিয়েশনের বৈঠকের এমনই সিদ্ধান্ত নিল ডায়মন্ডহারবার ক্রিমিনাল কোর্টের আইনজীবীরা। এর ফলে সমস্যার মধ্যে পড়েছে ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টে আসা বিচার প্রার্থীদের পরিবার। ডায়মন্ড হারবার ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে ডায়মন্ডহারবার আদালতে দুজন এ সিজিএম নেই। স্পেশাল পকসো আদালত নেই সংস্কার হয়নি আদালত। বারবার জেলা বিচারককে জানিও কোনরকম সূরা হয়নি বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরোতির পথ বেছে নিল আইনজীবীরা। এই বিষয়ে ডায়মন্ড ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ক্রীতবাস মন্ডল তিনি জানান, দুটো জিএম কোট নেই, স্পেশাল কোট নেই । এমনকি পোকসো আদালত নেই । দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানি এসছি কিন্তু কোন রকম সূরা হয়নি।
অবশেষে বাধ্য হয়ে আমরা এই অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরোধীর পথ বেছে নিয়েছি। যতদিন না পর্যন্ত আমাদের দাবী দাওয়া না পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত এই কর্ম বিরতি চলবে। আইনজীবী সুদীপ হালদার তিনি জানান, আমাদের ডায়মন্ড হারবার আদালত ঐতিহ্যবাহী আদালত এই ঐতিহ্যবাহী আদালতে সংস্কারের অভাব রয়েছে। আদালতের বিল্ডিং এর সিঁড়ি ভেঙে পড়ে যাচ্ছে আমরা বারবার জানিয়েছি কিন্তু কোন রকম সূরা হয়নি এমনকি বারুইপুর মহকুমার আদালত ও কাকদ্বীপ মহকুমার আদালতে পোকসো আদালত রয়েছে। কিন্তু আমাদের এই ঐতিহ্যবাহী আদালতে কোন পোকসো আদালত নেই। আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিভিন্ন জায়গায় আমরা চিঠি মারফত জানিয়েছি কিন্তু কোন রকম সূরা হয়নি। অবশেষে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য আইনজীবীরা কর্ম বিরোতি ডাক দিয়েছি। যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি দাওয়া পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত এই কর্ম বিরতি চলবে
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct