মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: মাদ্রাসা বোর্ডের ইতিহাস পরীক্ষার দিনই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের কান্তিপার মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে রহটপুর হাই মাদ্রাসার পরীক্ষার্থী শরিফ শেখের মাথা ফেটে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, পরীক্ষার হলে প্রবেশ করার পরই সে অসাবধানতাবশত বসার বেঞ্চ থেকে পড়ে যায়, আর তাতেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে শিক্ষক-পরীক্ষকরা তাঁকে উদ্ধার করে স্থানীয় রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর চোট লাগলেও আপাতত বিপদমুক্ত শরিফ। তবে পরীক্ষার আগ্রহ এতটাই প্রবল যে কিছুটা সুস্থ হলেই সে পরীক্ষায় অংশ নিতে চায়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার জন্য তাকে সবরকম সহযোগিতা করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct