আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দখলের পরিকল্পনায় পাল্টা উদ্যোগ নিচ্ছে মিসর। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের না করেই উপত্যকাটি পুনর্গঠনের একটি পরিকল্পনা করছে দেশটি। খবর মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আহরামের েবরাত দিয়ে খবর আল জাজিরার। খবরে বলা হয়, মিসরের এই প্রস্তাবনায় গাজায় একটি নিরাপদ এলাকা তৈরি করার কথা বলা হয়েছে। ওই এলাকাটিকে ফিলিস্তিনিদের প্রাথমিকভাবে থাকার ব্যবস্থা করা হবে। অন্যদিকে মিসরীয় ও আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠানগুলো গাজার ধ্বংসস্তূপ সরিয়ে অবকাঠামো পুনর্নির্মাণ করবে। মিসরীয় কর্মকর্তারা ইউরোপীয় কূটনীতিকদের পাশাপাশি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পনাটি নিয়ে আলাপ-আলোচনা করেছেন। দুই মিসরীয় কর্মকর্তা, আরব ও পশ্চিমা কূটনীতিকরা এই কথা জানিয়েছেন। পরিকল্পনাটি এখনো আলোচনার পর্যায়ে থাকায় নাম প্রকাশ করেননি মিসর কর্মকর্তা, আরব ও পশ্চিমা কূটনীতিকরা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা থেকে ২০ লাখের বেশি ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রস্তাব করেন। ট্রাম্পের এমন প্রস্তাবে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct