আপনজন ডেস্ক: ফিলিপাইনের সর্বাধিক জনবহুল শহরগুলোর একটিতে কর্তৃপক্ষ ডেঙ্গুর বিস্তার রোধে মশা ধরার জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে।
ম্যানিলার কেন্দ্রীয় এলাকা বারাঙ্গে অ্যাডিশন হিলসের প্রধান কার্লিতো সার্নাল জানিয়েছেন, প্রতি পাঁচটি মশার জন্য এক পেসো (দুই মার্কিন সেন্টেরও কম) পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও সার্নাল এটিকে জনস্বাস্থ্যের জন্য জরুরি পদক্ষেপ বলে মনে করছেন। মশাবাহিত রোগ ডেঙ্গুর সাম্প্রতিক ঊর্ধ্বগতি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিটি অন্তত এক মাস চালু থাকবে। ওই এলাকায় ডেঙ্গুতে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর এটি চালু করা হয়েছে। জীবিত মশাগুলোকে আলট্রাভায়োলেট (ইউভি) আলো ব্যবহার করে ধ্বংস করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct