আপনজন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি শুরুর দিনে বড় পরিবর্তন এল আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের শীর্ষে উঠেছেন ভারতের ওপেনার শুবমান গিল।
তিনি টপকে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমকে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময়েও বাবরকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন এই ওপেনার।
পরিবর্তন এসেছে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়েও। রশিদ খানকে সরিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন মহীশ তিকশানা। এই স্পিনারের দল শ্রীলঙ্কা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে নেই।
ধারাবাহিক পারফরম্যান্সের ফলই হিসেবে গিল শীর্ষে উঠেছেন। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর সর্বনিম্ন রানের ইনিংস ছিল ৬০ রানের (দ্বিতীয় ম্যাচ)।
বাকি দুই ওয়ানডেতে করেছিলেন ১১২ ও ৮৭ রান। ২৫৯ রান করে ছিলেন সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক। ১০৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন, গড়টাও ছিল ৮৬। সেই তুলনায় বাবরকে ফর্মহীন বলাই যায়।
সর্বশেষ ২১ ইনিংসেই ওয়ানডেতে কোনো সেঞ্চুরি করেননি এই ব্যাটসম্যান। গিলের (৭৯৬) চেয়ে ২৩ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন বাবর (৭৭৩)। ব়্যাঙ্কিংয়ে গিল, বাবরের পরের ৩টি নাম রোহিত শর্মা, হাইনরিখ ক্লাসেন ও ড্যারিল মিচেলের।
তিকশানা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের ওয়ানডে সিরিজ দারুণ বোলিং করেছেন। কলম্বোয় প্রথম ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। আর রশিদও সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত ডিসেম্বরে।
সব মিলিয়ে তিকশানার চেয়ে ১১ রেটিং পয়েন্ট পিছিয়েছেন রশিদ। আফগান এই লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৬৯, তিকশানার ৬৮০। শীর্ষে পাঁচে থাকা বাকি ৩ বোলার হলেন বার্নার্ড শোলৎজ, কুলদীপ যাদব ও শাহিন আফ্রিদি।
ওয়ানডে অলরাউন্দের্যর মধ্যে শীর্ষে আছেন মোহাম্মদ নবী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct