নিজস্ব প্রতিবেদক , হাওড়া, আপনজন: গ্রাম্য দেবস্থানের জমি দখলের অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত সদস্যের। ঘটনা ঘিরে মঙ্গলবার দিনভর ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনা পুরুলিয়া দু’নম্বর ব্লকের ভাগবাঁধ গ্রামে। পুরুলিয়া দু’নম্বর ব্লক অফিসের গ্রামবাসীদের একাংশ অভিযোগ জানানোর পরই গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুরুলিয়া দু’নম্বর ব্লক এলাকার ভাগাবাঁধ গ্রামেরই বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য লালমোহন মাহাতো পূর্ব পুরুষদের গ্রাম্য দেবস্থানের ( ভানসিং মেলার ) জমি দখল করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছে বলে গ্রামবাসীরা জমি উদ্ধারের দাবি জানিয়ে ব্লক অফিসে লিখিত অভিযোগ করেন । ঘটনা জানাজানির পরই গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। দেবস্থান জায়গাতেই শুরু হয় দু পক্ষের মধ্যে তুমুল বাক-বিতণ্ডা। গ্রামের বাসিন্দা সদানন্দ মাহাতো, কিংকর কর্মকার, বংশীধর রাজোয়াড়, দুঃখভঞ্জন রাজোয়াড়, বলরাম রাজোয়াড়, হরিপদ মাহাতোদের দাবি ওই প্রাক্তন পঞ্চায়েত সদস্য জবরদখল করে গ্রাম্যদেবতার পূজার জন্য থাকা জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন। অন্যদিকে অভিযুক্ত লালমোহন মাহাতো দেবস্থান জবর দখলের অভিযোগ অস্বীকার করলেও সরকারি জায়গার উপর তিনি যে বাড়ি বানাচ্ছেন তা স্বীকার করেছেন। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও পুরুলিয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃত্তিবাস মাহাতো ঘটনার প্রশাসনিক তদন্ত চেয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct