আপনজন ডেস্ক: তুলা এবং সাবান পানি দিয়ে তুষার তৈরি করার জন্য ক্ষমা চেয়েছে চীনের একটি পর্যটন কেন্দ্র এবং সাময়িকভাবে পর্যটন কেন্দ্রটি বন্ধও করে দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশের চেংডু শহরতলিতে নতুন খোলা পর্যটন অঞ্চল চেংডু স্নো ভিলেজ ৮ ফেব্রুয়ারি কৃত্রিম তুষারপাতের জন্য ক্ষমা চেয়েছে।
প্রত্যাশা অনুযায়ী তুষারপাত না হওয়ায় দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য তারা এই কাণ্ড ঘটায়। সাংহাই মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জানুয়ারির শেষের দিকে এই পর্যটন কেন্দ্রটি খোলা হয়।
দর্শনার্থীরা অভিযোগ করেছেন, ছোট ছোট ঘর বা কুটিরের ওপর স্তূপীকৃত তুষার এবং বনের পথে ছড়িয়ে থাকা তুষার আসলে সাবান জলে মিশ্রিত তুলা ছিল।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিওতে একজন পর্যটক বলেছেন, ‘আমি প্রতারিত বোধ করছি। আমার মনে হয় আমার বুদ্ধিমত্তাকে অপমান করা হয়েছে!’ আরেকজন ক্ষুব্ধ দর্শনার্থী লিখেছেন, ‘টিকিটে বর্ণনা সত্য, কিন্তু তুষার ভুয়া ছিল।
আরেকজন যোগ করেছেন, ‘আমি তুষার দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তুলা
পর্যটন স্থানের ব্যবস্থাপনা অফিসের একজন কর্মী স্বীকারও করেছেন তুষার তুলা দিয়ে তৈরি এবং জনসাধারণের তীব্র প্রতিক্রিয়ার পর এটি পরিষ্কার করা হয়েছে। এক কর্মী বলেছেন, ‘অতীতে প্রতি শীতকালে তুষারপাত হত।
তাই আমরা এই এলাকাটিকে পর্যটন কেন্দ্র বানিয়েছি এবং এটি খোলার আগে ব্যাপকভাবে প্রচার চালিয়েছি।’ তিনি আরো বলেন, ‘আমরা তুষারপাতের অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত আবহাওয়া আমাদের পক্ষে ছিল না।’ নকল তুষারপাতের জন্য বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ায় পর্যটন স্থানটি বন্ধ হয়ে গেছে। এটি আবার কখন খুলবে তা জানা যায়নি।’
পর্যটন অঞ্চলের কম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘তারা তুষারময় পরিবেশ তৈরি করার জন্য তুলা কিনেছে। কিন্তু প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, বরং পর্যটকদের মধ্যে একটি খারাপ ধারণা তৈরি হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আসল তুষারের দৃশ্য প্রদর্শন করতে না পারায় এবং দর্শনার্থীরা তাদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এমন ঘটনার জন্য সংবাদপত্রের শিরোনাম হওয়া চীনে বিরল নয়। আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছর চীনের হেনান প্রদেশের একটি বিখ্যাত জলপ্রপাত দেখতে গিয়ে অনেক দর্শনার্থী হতাশ হয়েছিলেন। কারণ বেশ কয়েকটি পাইপ দিয়ে কৃত্রিমভাবে শুষ্ক মৌসুমে জলপ্রপাতের জলপ্রবাহ সচল করা হয়েছিল।
গত ডিসেম্বরে হেনানের আরেকটি পর্যটন অঞ্চল তুষার তৈরির জন্য তুলা এবং বালি ব্যবহার করে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল। সাইটটি সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা করে, ‘এখন আগের চেয়ে আবহাওয়া উষ্ণ। আমরা যতটা তুষার আশা করেছিলাম ততটা আমাদের ছিল না। তাই আমাদের নিজেরাই তুষার তৈরি করতে হয়েছে। আশা করেছিলাম, আমরা প্রাকৃতিক দৃশ্যের মতোই সুন্দর একটি দৃশ্য তৈরি করতে পারব।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct