নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল শিক্ষক - শিক্ষিকা - শিক্ষাকর্মী, পরীক্ষা পার্সোনেল, পরীক্ষার্থী, অভিভাবক সহ পরীক্ষার সাথে যুক্ত অন্যান্যদেরকে স্মার্টফোন সহ ওয়ারলেস হেডফোন, ব্লুটুথ, স্মার্ট ওয়াচের মতো ইলেকট্রনিক গেজেট ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করল। সকল পরীক্ষার্থীদেরকে পরীক্ষা সেন্টারে মেটাল ডিরেক্টর মাধ্যমে চেক করা হবে। যেকোনো ছাত্র ছাত্রী স্মার্টফোন বা যেকোনো ধরনের ইলেকট্রনিক গেজেট নিয়ে ধরা পরলে তার সমস্ত পরীক্ষা সাথে এনরোলমেন্ট বাতিল করা হবে। এছাড়াও সেই ইলেকট্রনিক গেজেট সিজ করে সংসদের ডেপুটি সেক্রেটারীকে জানাতে হবে। সর্বপরি সংসদ পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করছে। এছাড়াও, সংসদ নতুন সেশন ২০২৫-২০২৬ তে কয়েকটি নতুন সাবজেক্টের পঠনপাঠন শুরু করার নির্দেশ জারি করেছে। সেই নতুন সাবজেক্টগুলি সহ চালু সাবজেক্টগুলিককে নিয়ে ৩টি সেটে সাবজেক্ট কম্বিনেশনও নতুন সেশনে শুরু করার নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যে সকল নতুন সাবজেক্টের পাঠক্রম নতুন সেশনে শুরু করছে সেগুলোর মধ্যে AIDS, EVSC, FSAQ, BMBS, BMSS অন্যতম। এই নির্দেশিকায় সাধুবাদ জানিয়ে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সম্পাদক চন্দন গরাই বলেন, বিষয় শিক্ষক নিয়োগ না করে বর্তমান শিক্ষক ও পার্ট টাইম শিক্ষকদের দিয়ে উচ্চ মাধ্যমিক বিভাগের পঠনপাঠন দীর্ঘদিন ধরে চালানো হচ্ছে, অবিলম্বে উচ্চ মাধ্যমিক স্তরে স্থায়ী বিষয় শিক্ষক নিয়োগ দরকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct