আপনজন ডেস্ক: রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ মঞ্চটা তৈরি করেই দিয়েছিল। বার্সেলোনার প্রয়োজন ছিল শুধু নিজেদের কাজটা ঠিকঠাক করা। গতকাল রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয়ে সেই কাজটা বেশ ভালোভাবেই সেরেছে হান্সি ফ্লিকের দল।
রবার্ট লেভানডফস্কির পেনাল্টি গোলে পাওয়া এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সা। আর সেই সঙ্গে লা লিগার রোমাঞ্চও দারুণভাবে জমিয়ে তুলেছে তারা।
শনিবার রাতে দুই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও আতলেতিকো নিজেদের ম্যাচে পয়েন্ট হারানোয় বার্সার সামনে সুযোগ এসেছিল শীর্ষে ওঠার। ভায়েকানোর বিপক্ষে ম্যাচে অবশ্য সংগ্রাম করতে হয়েছে বার্সাকেও। বার্সার আক্রমণের বিরুদ্ধে ভায়েকানো প্রতিরোধ গড়েছিল বেশ। তবে এর মধ্যেই ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি পায় বার্সা। স্পট কিকে ভুল করেননি লেভা।
গোল করে এগিয়ে দেন দলকে। এই গোলের পর দুই দলই চেষ্টা করেছে ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠার। এমনকি ভায়েকানো একপর্যায়ে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল, কিন্তু অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। এরপর ম্যাচের বাকি সময় চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। ম্যাচ শেষ হয় বার্সার ১-০ গোলের জয়ে। এ ২০২৫ সালে ১২ ম্যাচ খেলে এখন পর্যন্ত অপরাজিতই থাকল কাতালান পরাশক্তিরা।
এই জয়ে তিন সপ্তাহ আগেও রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সা উঠে এল শীর্ষে । ২৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৫১। সমান ম্যাচে রিয়ালের পয়েন্টও ৫১। কিন্তু গোল ব্যবধানে রিয়ালের (+২৯) চেয়ে অনেকটাই এগিয়ে আছে বার্সা (+৪০)।
কষ্টে পাওয়া এই জয় নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘খেলোয়াড়দের অনেক কষ্ট করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা আনন্দিত। আমাদের নতুন অবস্থান নিয়ে সবাই খুশি। আমার মনে হয়, আমরা খুব ভালো খেলেছি। যদিও আমার ধারণা আমরা আরও ভালো খেলতে পারতাম।’
শীর্ষে ওঠার আনন্দ থাকলেও সেটা ধরে রাখা যে চ্যালেঞ্জিং সেটিও মনে করিয়ে দিলেন ফ্লিক, ‘এটা অনেক লম্বা রাস্তা। আমরা ভক্তদের জন্য খুবই খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেষ পর্যন্ত লড়াই করা। শীর্ষে ওঠার বিষয়টা কিছুই না যদি আমরা লড়াই অব্যাহত না রাখি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct