মোহাম্মদ সানাউল্লা , লোহাপুর, আপনজন: মাধ্যমিক চলছে গ্রামে বাজানো যাবে না উচ্চস্বরে বাদ্য যন্ত্র। নিষিদ্ধ মদ,গাঁজা সহ যে কোনো মাদক দ্রব্য। গ্রামের অপসংস্কৃতি রুখতে এগিয়ে এলেন বয়স্করা। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। গ্রামের বেশ কিছু যুবক ছেলে মেয়েদের পড়াশোনা সহ অসুস্থদের কথা না ভেবে গ্রামের পরিবেশ নষ্ট করছে। গ্রামে বিয়ে হোক অথবা কোন অনুষ্ঠান। গ্রামে কোন রকম উচ্চ স্বরে বাদ্য যন্ত্র বাজানো যাবে না। নিষিদ্ধ মদ, গাঁজা সহ যে কোন মাদক দ্রব্য। এমনই নির্দেশ জারি করা হয়েছে বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের কুমারসান্ডা গ্রামে। এই নির্দেশ অবশ্য মেনে নিয়েছেন গ্রাম বাসিরা। কারণ যে কোন সামাজিক অনুষ্ঠানে গ্রামের মধ্যে উচ্চ স্বরে গান বাজাচ্ছে। মদ্যপ অবস্থায় গালিগালাজ করছে। যার ফলে গ্রামের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে। ফলে যারা শিশু,যারা আগামী দিনের ভবিষ্যৎ। এই অপসংস্কৃতির ছোঁয়ায় নষ্ট হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। সেই অপসংস্কৃতি রুখতে গত শনিবার বিকেলে গ্রামবাসী মিলে কুমারসান্ডা গ্রামের জুম্মা মসজিদে বসে সিদ্ধান্ত হয়। গ্রামের যে সুস্থ স্বাভাবিক পরিবেশ। সেটা নষ্ট হলে তারা তাকে প্রতিরোধ করবেন। প্রথম দফায় তাদেরকে গ্রাম কমিটির পক্ষ থেকে নিষেধ করা হবে। সেটাও না মানলে সমাজ থেকে তাকে বয়কট করবে। তারপর প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য দারস্ত হবেন। এই বয়কটের কথা শুনে গ্রামের বয়স্কদের বৈঠকের বিষয়টি জানতে সোমবার দুপুরে নলহাটি থানার পুলিশ গ্রামে এসে তাদের সঙ্গে কথা বলে যান। পুলিশের তরফ থেকে জানানো হয় আইন হাতে তুলে নেবেন না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct