সেখ সামসুদ্দিন , মেমারি, আপনজন: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ তথা আই এস পি এল এর চূড়ান্ত প্রতিযোগিতায় ‘মাঝি মুম্বাই’ বনাম ‘শ্রীনগর কে বীর’ প্রতিদ্বন্দ্বিতা করে। টসে জিতে মুম্বাই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে ‘শ্রীনগর কে বীর’ ব্যাট করতে নেমে সাগর আলী এবং আকাশ তারিকরের দাপুটে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১২০ রান করে। আইএসপিএল টূর্ণামেন্টে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার কাশিয়ারা গ্রামের ছেলে বাংলার গৌরব সাগর আলী ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন। তাকে পঞ্চাশ লাখ টাকার চেক প্রদান করেন বিগ বি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শচীন টেন্ডুলকার প্রমুখ। আজ দুপুরে বিধানসভায় ক্রীড়া মন্ত্রী সহ মেমারির বিধায়ক তাকে শুভেচ্ছা জানান। বিকাল ৪টা নাগাদ মেমারি চকদিঘী মোড়ে এসে পৌঁছালে পরিবারের সদস্য, গ্রামবাসী সহ অগণিত মানুষের ঢল নামে। শুরু হয় পুষ্পবৃষ্টি, মাল্যদান। তাকে শুভেচ্ছা জানান মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি সেখ মোয়াজ্জেম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মেমারি শহর অতিক্রম করতে সহযোগিতা করেন মেমারি থানার পুলিশ প্রশাসন। মিডিয়ার কাছে সাগর আলীর পিতা, মাতা, স্ত্রী, দাদা-বৌদি আবেগ সহ উচ্ছাস প্রকাশ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct