আপনজন ডেস্ক: আফগানিস্তানের শাসনকারী একটি গোষ্ঠী জাপানে পৌঁছেছে। পূর্ব এশীয় দেশটির গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। জাপানে তাদের এটিই প্রথম সফর।
জাপানের আসাহি শিম্বুন সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধিদল রবিবার এক সপ্তাহব্যাপী সফরের জন্য জাপানে পৌঁছেছে। তালিবানদের জন্য এই সফর বিরল। ২০২১ সালে ক্ষমতা ফিরে পায় তালিবানরা। তালিবান প্রতিনিধিরা মানবিক সহায়তা চাইবেন এবং জাপানি কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তালিবানের অর্থনীতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লতিফ নাজারি এই সফরকে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য’ হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছেন।’
প্রতিনিধিদলের অংশ নাজারি শনিবার এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘আমরা একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, উন্নত, সমৃদ্ধ ও উন্নত আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হওয়ার জন্য বিশ্বের সঙ্গে মর্যাদাপূর্ণ মিথস্ক্রিয়া চাই।’
জাপানের সরকারি সম্প্রচারক এনএইচকে জানিয়েছে, তালিবান প্রতিনিধিরা ‘জাপানি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়’ করার পরিকল্পনা করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct