আপনজন ডেস্ক: ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার বন্ধুত্বের কথা সকলেই জানে। দেশগুলির মধ্যে পারস্পারিক সহযোগীতা চলতেই থাকে। তবে তা বরাবরই ভাল চোখে দেখে নি পশ্চিমারা। এবার এই জোট ভেঙে ফেলতে চান ট্রাম্প প্রশাসন। জোট ভেঙে ফেলার চেষ্টাও নাকি শুরু হয়ে গিয়েছে। এমনই বিস্ফোরক দাবি করলেন মার্কিন বিশেষ দূত কিথ কেলগ।
এই নিয়ে ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলগ জানিয়েছেন, চার বছর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই জোটের অস্তিত্ব ছিল না। ধীরে ধীরে জোট শক্তিশালী করছে এই ৩ টি দেশ। দীর্ঘমেয়াদী চুক্তি এবং বিশাল যৌথ প্রকল্পের মাধ্যমে ইরান ও রাশিয়া তাদের সম্পর্ক আরও গভীর করে চলেছে। এখন থেকে ইরান ও চীনের সঙ্গে রাশিয়ার জোট ভাঙার করার জন্য কাজ করবে আমেরিকা। একইসঙ্গে কেলগ জানিয়েছেন, এই জোটগুলোকে দুর্বল করার জন্য বর্ধিত নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করা হতে পারে। এমনকী রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে আমেরিকা।
গত জানুয়ারি মাসে, ইরান ও রাশিয়া একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি আগামী ২০ বছরের জন্য থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct