আপনজন ডেস্ক: সোমবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রক। নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের নিয়োগ সংক্রান্ত নতুন আইনে জ্ঞানেশ কুমারই প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। তাঁর মেয়াদ ২০২৯ সালের ২৬ জানুয়ারি, নির্বাচন কমিশনের আগামী লোকসভা নির্বাচনের সম্ভাব্য নির্ঘণ্ট ঘোষণার কয়েকদিন আগে পর্যন্ত। ১৯৮৯ ব্যাচের হরিয়ানা ক্যাডারের অফিসার বিবেক যোশীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। ২৬তম মুখ্য নির্বাচন কমিশনরা জ্ঞানেশ কুমার চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন এবং ২০২৬ সালে কেরল ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের তত্ত্বাবধান করবেন। একইভাবে ২০২৬ সালে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেরও তত্ত্বাবধান করবেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct