আপনজন ডেস্ক: অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রাইটস (এডিআর)-এর সোমবার একটি রিপোর্টে বলা হয়েছে, বিজেপি ২০২৩-২৪ সালে ৪,৩৪০.৪৭ কোটি টাকা আয় ঘোষণা করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৮৩.৮৫ শতাংশ এবং ছয়টি জাতীয় দলের মোট আয়ের প্রায় ৭৫ শতাংশ ৫,৮২০.৯১ কোটি টাকা বিজেপির। গত অর্থবর্ষে কংগ্রেসের আয় ছিল ১,২২৫.১১ কোটি টাকা, যা ২০২২-২৩ সালের তুলনায় ৭৭২.৭৪ কোটি টাকা বা ১৭০.৮২ শতাংশ বেশি। সিপিআই(এম) ১৬৭.৬৩ কোটি টাকা, বিএসপি ৬৪.৭৭ কোটি, আপ ২২.৬৮ কোটি টাকা এবং এনপিপি ২২.৪৪ কোটি টাকা আয় ঘোষণা করেছে। অনুদানের মাধ্যমে বিজেপি ৩,৯৬৭.১৪ কোটি টাকা, কংগ্রেস ১১,১২৯.৬৬ কোটি টাকা, সিপিআই (এম) ৭৪.৮৬ কোটি টাকা, আপ ২২.১৩ কোটি টাকা এবং এনপিপি ১৭.৬৯ লক্ষ টাকা পেয়েছে। এর মধ্যে বিজেপি পেয়েছে ১,৬৮৫.৬২ কোটি টাকা বা তাদের মোট আয়ের ৩৮.৮৪ শতাংশ নির্বাচনী বন্ডের মাধ্যমে, কংগ্রেস পেয়েছে ৮২৮.৩৬ কোটি টাকা (৬৭.৬১ শতাংশ)। আপ নির্বাচনী বন্ড এবং নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে ১০.১৫ কোটি টাকা ঘোষণা করেছে। সিপিআই (এম), বিএসপি এবং এনপিপি অধুনালুপ্ত বন্ড রুটের মাধ্যমে কোনও অনুদান পায়নি। বিজেপির আরেকটি বড় আয়ের উৎস ছিল ৩৬৯.০৩ কোটি টাকার আমানতের সুদ এবং কংগ্রেস কুপন জারি করে ৫৮.৫৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। সিপিআই(এম)-এর ৪৯.০৮ কোটি টাকা এসেছে পার্টি লেভি ও সাবস্ক্রিপশনের মাধ্যমে। বিএসপির আয়ের প্রধান উৎস ছিল ৩৮.১৮ কোটি টাকার ব্যাঙ্ক সুদ।
বিজেপি, কংগ্রেস এবং সিপিআই (এম) তাদের আয় বৃদ্ধি পেয়েছে, এএপি, এনপিপি এবং বিএসপিরও ২০২২-২৩ সালের তুলনায় তাদের আয় হ্রাস পেয়েছে।
এডিআর বিশ্লেষণে দেখা গেছে যে আপ এবং কনরাড সাংমার নেতৃত্বাধীন এনপিপি তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করেছে। আপ তাদের আয়ের চেয়ে ৩৪.০৯ কোটি টাকা বা ৫০.৩৪ শতাংশ বেশি ব্যয় করেছে এবং এনপিপি ১.১৩ কোটি টাকা বা ৪০৭.৫৮ শতাংশ ব্যয় করেছে। বিজেপির ব্যয় ২,২১১.৬৯ কোটি টাকা বা তাদের মোট আয়ের ৫০.৯৬ শতাংশ এবং কংগ্রেস ১,২২৫.১১ কোটি টাকার মধ্যে ৮৩.৬৯ শতাংশ বা ১,০২৫.২৪ কোটি টাকা ব্যয় করেছে। সিপিআই(এম) ১২৭.২৮ কোটি টাকা (৭৫.৯৩ শতাংশ) এবং বিএসপি ৪৩.১৮ কোটি টাকা বা ৬৬.৬৭ শতাংশ ব্যয় করেছে।
নির্বাচনী প্রচারে বিজেপির সর্বোচ্চ খরচ হয়েছে ১৭৫৪.০৬ কোটি টাকা এবং প্রশাসনিক খরচ বাবদ খরচ হয়েছে ৩৪৯.৭১ কোটি টাকা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct