এহসানুল হক , হাড়োয়া, আপনজন: হাড়োয়ার খাড়ুপালা বটতলার শ্রী শ্রী গোপালের বনভোজন মহা উৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন হাড়োয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা । পাশাপাশি উপস্থিত ছিলেন, হাড়োয়া দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফরিদ জমাদার,বকজুড়ি অঞ্চল সভাপতি আসরাফুজ্জামান, হাড়োয়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রতিনিধি বাকিবিল্লাহ মোল্যা, হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ বাহার আলী,বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আব্দুল হামিদ মোল্যা,শালিপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অবনী মন্ডল, কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিব মোল্যা সহ একাধিক বিশিষ্টজনেরা। এদিন এদিন হাড়োয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাড়োয়া ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন, আজ গোপালের মহা ভোজন মহোৎসবের আয়োজন করা হয়েছিল হাড়োয়ায় খাড়ুবালা এলাকায়। প্রতিবছরে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় শ্রী শ্রী গোপালের পঞ্চাশ হাজার ভক্ত উপস্থিত ছিলেন। আমরা সবাই মিলে ৫০ হাজার মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করে একটি সম্প্রীতির বার্তা দেই। আমি বলি সবাই এক। হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করি। উৎসব আসে তখনই আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি। এখানে কোন হিন্দু মুসলিমের ভেদাভেদ নয়। এদিন এই গোপালের মহাভোজ অনুষ্ঠানে এক ভক্ত বলেন, আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুল খালেক মোল্লা তার অক্লান্ত সহযোগিতায় আমরা এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। তার উদারতায় আমাদের মন ভরে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct