সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: সেচ দফতরের গাফিলতির অভিযোগ কৃষকদের, জলের অভাবে বিঘার পর বিঘা ধানের জমি নষ্ট। প্রতিবাদে সোনামুখীর নফরডাঙ্গায় রাস্তা অবরোধ কৃষকদের, ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ।
বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের মহেশপুর, রাউতোড়া, গোবিন্দ বাটি সহ বেশ কয়েকটি গ্রামে বোরো ধানের চাষ করেছি কৃষকরা ডিভিসি সেচ চ্যানেলের ছাড়া জলে। সেচ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল বোরো চাষের জন্য ২৬ শে জানুয়ারি থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে জল ছাড়া হবে ক্যানেলে। কিন্তু কৃষকদের অভিযোগ ধান চাষের সময় জল ছাড়লেও ধান রোপনের পর ১০ থেকে ১৫ দিন কোনরকম জল দেওয়া হয়নি। যার ফলে বিঘার পর বিঘা ধানের জমি ফেটে চৌচির হয়েছে, মরে গিয়েছে ধানের চারা। কৃষকরা জানাচ্ছেন কেউ মহাজনের কাছে ঋণ করে কেউ বা জমি ভাগে নিয়ে চাষ করেছেন। শেচ দপ্তরের খামখেয়ালী পানায় চরম সংকটে পড়েছে কৃষকরা। বাধ্য হয়েই আজ তারা প্রথমে ধানের জমিতে বিক্ষোভ পরে সোনামুখী দুর্গাপুর সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় কৃষকরা। বিক্ষোভের জেরে সোনামুখী দুর্গাপুর সরকে ব্যাপক যানজট।
ছবি: চিরঞ্জিত বিশ্বাস
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct