সাবের আলি , বড়ঞা, আপনজন: রবিবার দুপুরে কান্দি থানার ক্যাম্পাসের মধ্যে জাঁকজম করে এক অনাথ মেয়ের অভিভাবক হয়ে এক মুসলিম মেয়ের বিয়ে দিলেন কান্দি থানার ভারপ্রাপ্ত আই,সি মিনাল সিনহা।
জানা যায় ১০-১২ দিন আগে খরগ্রাম থানার খরগ্রাম সাদল গ্রাম পঞ্চায়েতে সুরখালি এলাকার সারজিনা খাতুন নামের অনাথ মেয়ের বিয়ের জন্য দোকানে দোকানে সাহায্য চাইছিলেন
এক ব্যক্তি। কান্দি থানার পুলিশের নজরে আসলে তাকে ডেকে পাঠায় কান্দি থানার আই,সি। সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে জানতে পারেন একটি অনাথ মেয়ের বিয়ের জন্য সাহায্য চাইছিলেন দোকানে দোকানে এই কথা জানতে পেরে অভিভাবক হয়ে সম্পূর্ণ বিয়ের দায়িত্ব নেন কান্দি থানার আই,সি।
বিয়েতে উপহারস্বরূপ দিলেন খাট বিছানা আসবাবপত্র আলমারি শোকেস টিভি ফ্রিজ সোফা ও পাঁচটি সোনার গহনা। এছাড়াও সকালে জল খাবারে কচুরি, ডিম, আলুর দোম, রসগোল্লা, জলোযোগ ও দুপুরের মধ্যাহ্নে জলের বতল, বেগুনি, সেলাড,সাদা ভাত, মুগডাল, আলুভাজা,ইচোর চিংড়ী খাসির মাংস, আনারসের চাটনি, পাপর,ছানাবড়া, রসগোল্লা, আইসক্রিম, মিঠাতা মিস্টি পান, খাবারের আয়োজন করেছেন।
সূত্রের খবর- শাহজিনা খাতুনে যখন চার বছর বয়স তখনই তার মাকে হারান তারপর থেকেই তার বাবা ভিক্ষা করে তাদের সংসার চালাতেন সারজিনাকে নিয়ে। তিনিও বিগত তিন - চার বছর আগে মারাযায়। তার পরথেকে মেয়ের পসি তাকে দেখাশোনা করে। এবং এক মাস আগে মেয়ের পরিবার থেকে বিয়ে ঠিক করেণ কিন্তু সেই বিয়ে টাকার অভাবে দিতে পারছিলেন না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct