সুরজীৎ আদক , আমতা, আপনজন: আমতায় বেআইনি পুকুর ভরাট রুখল উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা. নির্মল মাজি।জানা গেছে,উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত
আমতা সুপার মার্কেটের বিপরীতে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ করছে কয়েকজন সমাজবিরোধী।এই খবর যায় ওই কেন্দ্রের বিধায়ক ডাঃনির্মল মাজির কাছে।খবর পাওয়া মাত্রই শনিবার রাতেই সটান হাজির হয়ে বিধায়কের উদ্যোগেই শুধুমাত্র পুকুর ভরাট রোখাই নয়,বরং নিজে দাঁড়িয়ে থেকে পুকুরের পুনঃসংস্করণের কাজ শুরু করালেন তিনি।এ প্রসঙ্গে
বিধায়ক ডাঃনির্মল মাজি জানান,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন,বেআইনিভাবে
কোথাও কোনও ভাবেই পুকুর ভরাট করা যাবেনা।তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের দলের সমস্ত নেতাকর্মীদের উপস্থিতিতে এসে আমতার সুপার মার্কেটের বিপরীতে পুকুর ভরাট রোখার পাশাপাশি ওই পুকুরের পুনঃসংস্করণের কাজ শুরু করালাম।এছাড়াও আগামীদিনে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বুকে এই ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।।এদিনের এই পুকুর ভরাট রোখা অভিযানে বিধায়কের সঙ্গে ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস,আমতা-১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুভদীপ সাহা, তুষার কর সিনহা,উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল,সহ:সভাপতি রুহুল আমিন খান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct