আপনজন ডেস্ক: আইপিএলে আফগানিস্তানের ক্রিকেটারদের কদর কেবল বাড়ছেই। সর্বশেষ উদাহরণ মুজিব উর রেহমানের দল পেয়ে যাওয়া। চোটের কারণে ছিটকে যাওয়া আল্লাহ মোহাম্মদ গজনফরের জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছে মুজিবকে।
নিলাম থেকে গজনফরকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু পিঠের চোটে চ্যাম্পিয়নস ট্রফি আফগানিস্তান দল ও আইপিএল থেকে ছিটকে গেছেন এই রহস্য স্পিনার। তাঁর জায়গায় মুম্বাই নিয়েছেন আরেক আফগান রহস্য স্পিনার মুজিবকে।
এ সপ্তাহের শুরুতেই গজনফরের ইনজুরির খবরটি জানিয়ে টুইট করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গত মাসে জিম্বাবুয়ে সফরের সময় চোটে পড়েন বলে জানায় তারা। আইপিএলে প্রথমবার নিলাম থেকে দল পাওয়া গজনফরকে অন্তত চার মাসে মাঠের বাইরে থাকতে হবে। গজনফরের বদলি হিসেবে ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার নানগেয়ালিয়া খারোতিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে ডেকেছে আফগানরা।
তাঁর বিকল্প না খুঁজে তাই উপায় ছিল না মুম্বাইয়ের সামনে—তারা বেছে নিয়েছে গজনফরের স্বদেশি মুজিবকে। গত আসরে মুজিবের বদলি হিসেবেই আবার তাঁকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
২০২১ সালে সানরাইজার্সের হয়ে সবশেষ আইপিএলে খেলেছিলেন মুজিব। শেষ তিন আসরে খেলতে না পারলেও ২০১৮ সালে ১৮ বছর বয়সেই এই টুর্নামেন্টে অভিষেক হয়ে গিয়েছিল মুজিবের!
সম্প্রতি এসএ–টোয়েন্টিতেও ভালো করেছেন মুজিব। ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়ে পার্ল রয়্যালসের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। গত বছরের নভেম্বরের আগে মুজিব নিজেও একটা লম্বা সময় ইনজুরিতে কাটিয়েছেন। হাতের চোটে পাঁচ মাস বাইরে থাকতে হয়েছে তাঁকে।
এখনো পুরোদমে ফিরতে পারেননি বলে চ্যাম্পিয়নস ট্রফির আফগানিস্তান দলেও সুযোগ পাননি। তাঁকে না রাখার ব্যাখ্যায় দেশটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক আহমাদ সুলাইমান খিল বলেছিলেন, ‘চিকিৎসক তাকে পুরো ঠিক হয়ে ওয়ানডেতে আসার আগে আপাতত টি-টোয়েন্টিতেই নজর দিতে বলেছে।’
আইপিএলের নিলাম থেকে এবার দুই কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে অবিক্রীত ছিলেন মুজিব। এবার তাঁকে দুই কোটি রুপিতেই দলে নিয়েছে মুম্বাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct