আপনজন ডেস্ক: চারজন ছয়টি করে প্রশ্নের উত্তর দিলেন। বিশেষ কিছু নয়, ভারত-পাকিস্তানের মতো বড় কোনো ম্যাচের আগে যে প্রশ্নগুলো ঘুরেফিরে আসে, সেগুলোই। যেমন এই ম্যাচে সর্বোচ্চ রান আসবে কার ব্যাট থেকে? কে নেবেন সবচেয়ে বেশি উইকেট? এমন ছয়টি প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের দুই সাবেক ক্রিকেটার নভজ্যোত সিং সিধু ও যুবরাজ সিং আর পাকিস্তানের ইনজামাম–উল–হক ও শহীদ আফ্রিদি। চার ক্রিকেটারের উত্তরেই একটা জায়গায় মিল আছে। কেউই নিজের দেশের বাইরের কোনো ক্রিকেটারকে বাছাই করেননি। এই যেমন সর্বোচ্চ রান সংগ্রাহক কে হবেন, এই প্রশ্নে শুবমান গিলকে বেছে নিয়েছেন যুবরাজ সিং। সিধুর পছন্দ রোহিত শর্মা।
আর আফ্রিদি ও ইনজামামের পছন্দ একজনই—বাবর আজম। তাঁদের মধ্যে দারুণ ছন্দে আছেন গিল। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সর্বশেষ ওয়ানডে সিরিজে গিলের সর্বনিম্ন রানের ইনিংসও ছিল ৬০। রোহিতও এই সিরিজে একটি সেঞ্চুরি পেয়েছিলেন। তবে বাবর সেই অর্থে ছন্দে নেই। সর্বশেষ ২১ ইনিংসে কোনো সেঞ্চুরি নেই বাবরের। এই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট কে নেবেন? যুবরাজ মনে করেন, চোট থেকে ফেরা মোহাম্মদ শামিই হবেন সর্বোচ্চ উইকেটশিকারি। সিধু নির্দিষ্ট করে কোনো বোলারের নাম বলেননি, তবে সাবেক এই ক্রিকেটারের মতে ভারতের কোনো স্পিনারই পাকিস্তান ম্যাচে বেশি উইকেট নেবেন। এই প্রশ্নে আফ্রিদি ও ইনজামাম ভিন্ন উত্তর দিয়েছেন। আফ্রিদি বেছে নিয়েছেন তাঁর জামাতা পেসার শাহিন শাহ আফ্রিদিকে আর ইনজামাম আরেক পেসার হারিস রউফকে।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করবেন কে? যুবরাজ এই প্রশ্নে বলেছেন হার্দিক পান্ডিয়া আর সিধু ঋষভ পন্তের রানের কথা। আফ্রিদির পছন্দ পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান আর ইনজামাম বেছে নিয়েছেন ব্যাটিং পাওয়ারপ্লেতে পাকিস্তানের ভরসা ফখর জামানকে।
কোন তরুণ ক্রিকেটারের ওপর চোখ রাখতে হবে? এখানে সবচেয়ে অবাক করা নাম এসেছে বরুণ চক্রবর্তীর। সিধুর চোখে তরুণ ক্রিকেটার হিসেবে বরুণের দিকে চোখ রাখতে হবে। অথচ এই স্পিনারের বয়স ৩৩!
হয়তো ভারতের হয়ে ম্যাচ খেলার দিক থেকে বরুণকে তরুণ বলতে চেয়েছেন সিধু। ভারতের হয়ে এই স্পিনার ম্যাচ খেলেছেন ১৯টি। যুবরাজ এখানেও টেনেছেন গিলকে। আফ্রিদি ও ইনজামামের পছন্দ সৌদ শাকিল। টেস্টে পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ওয়ানডেতে এখনো তেমন কিছু করতে পারেননি। ১৭ ম্যাচ খেলে ফিফটি করেছেন ৩টি।
বুমরা নেই, ভারতের হয়ে বাড়তি দায়িত্ব নিতে হবে মোহাম্মদ শামিকে। বিশেষ করে নতুন বলে। নতুন বলের প্রসঙ্গ উঠলে আবার শাহিন আফ্রিদিকেও মাথায় রাখতে হবে। শামি আর শাহিনের মধ্যে কার প্রভাব ম্যাচে বেশি থাকবে? আফ্রিদি এগিয়ে রাখেননি কাউকেই। ইনজামাম বলেছেন শাহিনের কথা।
মাঠে নামার আগে সব মিলিয়ে এগিয়ে আছে কোন দল? দুবাইয়ের কন্ডিশনের কারণে যুবরাজ এগিয়ে রেখেছেন পাকিস্তানকে। সিধুর চোখে অনেক এগিয়ে ভারত। আফ্রিদি আর ইনজামামও সরাসরি কিছু বলেননি। কোন দল এগিয়ে থাকবে, সেটা সেই দলের শারীরিক ভঙ্গির ওপরই নির্ভর করছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct