আপনজন ডেস্ক: আমেরিকা থেকে বহিষ্কৃত ১১৭ জন ভারতীয়কে শনিবার রাত ১১.৪০ মিনিটে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। নির্বাসিতদের অভিযোগ, মার্কিন বিমান বাহিনীর দ্বিতীয় বিমান সি-১৭ গ্লোবমাস্টার-৩ বিমানে থাকা মহিলা ও নাবালক শিশুদের ছেড়ে দেওয়ার সময় তাদের হাত বাঁধা ও পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। উপরন্তু, শিখ যুবকদের পাগড়ি ছাড়াই নির্বাসিত করা হয়েছিল।
১১৭ জনের মধ্যে ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাটের, তিনজন উত্তরপ্রদেশের, দুজন করে গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের এবং একজন করে হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের।
বহিষ্কৃত অবৈধ অভিবাসীদের মধ্যে চার নারী ও দুই অপ্রাপ্তবয়স্ক রয়েছে, যাদের মধ্যে ছয় বছর বয়সী একটি মেয়ে ও ১০ বছর বয়সী একটি ছেলে এবং ১১২ জন পুরুষ রয়েছে। বহিষ্কৃতদের বেশিরভাগেরই বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
সূত্রের খবর, সিকিউরিটি ক্লিয়ারেন্স, ইমিগ্রেশন এবং ব্যাকগ্রাউন্ড চেক করার পর নির্বাসিতদের খাবার দেওয়া হয়। রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ পঞ্জাব পুলিশ পঞ্জাব থেকে আসা অবৈধ অভিবাসীদের তাদের বাড়িতে নিয়ে যায়। হরিয়ানা সরকার পুলিশ বাস পাঠিয়ে রাজ্য থেকে নির্বাসিতদের জন্য পরিবহনের ব্যবস্থাও করেছিল। কয়েকটি পরিবার তাদের সন্তানদের নিতে বিমানবন্দরে এসেছিল, তাই তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়নি এবং ফিরে যেতে বলা হয়েছিল।
নির্বাসিতদের মধ্যে থাকা হোশিয়ারপুরের কুরালা কালান গ্রামের দলজিৎ সিং দাবি করেছেন যে যাত্রাপথে তাদের হাতকড়া পরানো হয়েছিল এবং তাদের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘আমাদের পায়ে শিকল দিয়ে বাঁধা ছিল, হাতও বাঁধা ছিল।
ফিরোজপুরের চান্ডিওয়ালা গ্রামের সৌরভ বলেন, আমাদের হাতকড়া পরিয়ে শিকল দিয়ে বেঁধে বিমানে তোলা হয় এবং ফেরত পাঠানো হয়। তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে এবং আমাদের অপমান করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct