সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: রুটে পর্যাপ্ত বাস নেই, তাই বাসের ছাদে চড়ে জীবনের ঝুঁকি নিয়েই পরীক্ষা কেন্দ্রে আসতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের বলে দাবী। তবে এই পরীক্ষার্থীদের ঝুঁকি পূর্ন যাতাযাতে উদাসীন পুলিশ ও প্রশাসন। এমনই চিত্র ধরা পড়ল জেলার সাবড়াকোন তালডাংরা রাজ্যসড়কের উপর পাঁচমুড়া এলাকায়।
সাবড়াকোন উচ্চ বিদ্যালয়ের এক মাধ্যমিক পরীক্ষার্থী দাবী করেন বাসে প্রচন্ড ভীড় এবং পর্যাপ্ত বাস নেই তাই বাধ্য হয়েই পরীক্ষা কেন্দ্রে আসতে বাসের ছাদে চড়ে
উল্লেখ্য তালডাংরা ব্লকের “পাঁচমুড়া হাইস্কুল” মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে তিনটি স্কুলের মোট ৪৩১জন পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে দপ্তরের পক্ষ থেকে। তিনটি স্কুল হল সাবড়াকোন হাইস্কুল, তালডাংরা ফুলমতি উচ্চ বিদ্যালয় এবং পাঁচমুড়া বালিকা উচ্চ বিদ্যালয়। আর এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসতে হচ্ছে পরীক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে চড়ে।
পরীক্ষার্থীদের এই ঝুঁকিপূর্ণ যাতাযাত কবে বন্ধ হবে তা নিয়েই এখন উঠছে হাজারো প্রশ্ন।
ছবি : চিরঞ্জিত বিশ্বাস
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct