আপনজন ডেস্ক: শনিবার কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় পার্কসার্কাস ক্যাম্পাসে অনুষ্ঠিত হল মিডিয়া ওয়ার্কশপ।
সাদায়ে হক বা সত্যের আওয়াজ শিরোনামে জামাআতে ইসলামী হিন্দের রাজ্য মিডিয়া বিভাগের উদ্যোগে এই ওয়ার্কশপে বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত প্রায় একশ ডেলিগেটস অংশগ্রহণ করেন। প্রোগ্রামের সূচনা হয় সংগঠনের বিভাগীয় রাজ্য সেক্রেটারি মাওলানা মোহাম্মদ তাহেরুল হক সাহেবের তাজকির বিল কুরআনের মাধ্যমে। প্রারম্ভিক বক্তব্য পেশ করেন জামাআতের রাজ্য মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান। সংবাদের গুণমান বৃদ্ধির উপায় বিষয়ে আলোচনা করেন দ্য হিন্দু পত্রিকার প্রাক্তন চিফ ব্যুরো বিশিষ্ট সাংবাদিক শুভজিৎ বাগচী। “আর্ট অ্যান্ড ন্যারেটিভ বিল্ডিং” এবং “নেক্সাস অফ মিডিয়া অ্যান্ড মানি ইন কনসেন্ট ম্যানুফাকচারিং” এর ওপর বক্তব্য রাখেন জামাআতের সর্বভারতীয় সহকারী মিডিয়া সেক্রেটারি সালমান আহমেদ।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটাল জার্নালিজম এর ভবিষ্যত বিষয়ে আলোকপাত করেন টাইমস নাউ এর প্রাক্তন ব্যুরো ইনচার্জ তথা নিউজ দ্যা ট্রুথ এর প্রতিষ্ঠাতা সাংবাদিক তমাল সাহা। সমাপ্তি ভাষণ দেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি এবং মীযান পত্রিকার সম্পাদক ডাঃ মসিহুর রহমান। সঞ্চালনা করেন জামাতের যুব সংগঠন সলিডারিটি ইউথ মুভমেন্টের রাজ্য সাধারণ সম্পাদক আরিফুল রহমান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct