নকিব উদ্দিন গাজী , উস্থি, আপনজন: স্কুলের পরিকাঠামো ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে তুলে স্কুলের সামনে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার মড়াপাই সেন্ট প্যাট্রিক্স স্কুলের। শনিবার দুপুরে এলাকার বাসিন্দারা প্লাকার্ড ফেস্টুন নিয়ে স্কুলের পরিকাঠামো ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উস্তি থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর যাবত স্কুলের কোন হিসাব দেওয়া হয়নি , স্কুলের ভর্তি ফি সহ ইস্কুলের ডেভেলপমেন্টের টাকা সঠিকভাবে হিসেব দিচ্ছি প্রধান শিক্ষক। এমনকি বেহাল অবস্থায় পড়ে রয়েছে স্কুল এর হলে ছাত্র-ছাত্রীদের সমস্যায় পড়তে হয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ ঠিকমতো মিড ডে মিল দেওয়া হয় না ক্লাসরুমে নেই দরজা জানলা বাথরুমে নেই দরজা, ছাত্রদের পক্ষে অনেকটাই সমস্যা করতে হয়। স্কুলের মাঠ কোন পাশেই সাইকেল রাখলে প্রায় সময় চুরি হয়। সাইকেলের পাম্প খুলে দেয়। এর ফলে ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরতে সমস্যা হয়। স্কুলে প্রায় ১৩০০ ছাত্রছাত্রী আছে বলে জানা যায়, ছাত্রছাত্রীর আরো বলেন পানিও জলের কল থাকলেও তা ব্যবহারযোগ্য নয় পানীয় জলের দুর্গন্ধ স্কুলের একাধিক পরিকাঠামো নিয়ে ছাত্রছাত্রীর অভিভাবকেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ উগ্রে দেয় । তবে এদিন প্রধান শিক্ষক স্কুলে না এলেও ফোনের মাধ্যমে তিনি জানান , স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে একটি সমস্যা চলছে এর ফলস্বরূপ এলাকার বাসিন্দারা এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে ওই স্কুলের এক শিক্ষক তিনি জানান স্কুলের পরিকাঠামো অনেকটাই সমস্যা আছে পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে বলে তিনি জানান সেই কারণে অভিভাবক থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য উদ্যোগে এই বিক্ষোভ দেখিয়েছে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct