সারিউল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মতিঝিল প্রকৃতি তীর্থ পার্কে শনিবার সন্ধ্যায় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। বীরভূম জেলার নলহাটি থানার পয়থা এলাকা থেকে আগত এক পর্যটক পরিবারের সদস্যদের সঙ্গে পার্ককর্মীদের সংঘর্ষের ফলে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ২৩ জনের একটি পর্যটক দল মতিঝিল পার্কে প্রবেশ করে। তাঁরা সাইকেল ভাড়া নিতে গেলে জানা যায়, সমস্ত সাইকেল ব্যবহারাধীন রয়েছে। কিছুক্ষণ পর একটি সাইকেল ফেরত আসতেই পর্যটক দলের কয়েকজন সেটির উপর জোরপূর্বক অধিকার কায়েমের চেষ্টা করেন। তখন পার্ক কর্তৃপক্ষ বাধা দিলে তাঁদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, পর্যটকদের পক্ষ থেকে পার্ক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। তর্কাতর্কির মাঝেই পর্যটকদের একজন পার্কের এক কর্মীর দিকে পড়ে থাকা একটি ইঁট ছুঁড়ে মারেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা পরে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপের পর্যায়ে গড়ায়।
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িত পর্যটক পরিবারের সদস্যদের থানায় নিয়ে যায়। গুরুতর আহত পার্কের তিন কর্মী ও দুই পর্যটক হায়দার আলী ও বরকত আলীকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct