এম মেহেদী সানি , বারাসত, আপনজন: রাজ্যের শিক্ষা মানচিত্রে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম আল-আমীন মিশনের ৭৬ তম ক্যাম্পাসের শুভ সূচনা হলো উত্তর ২৪ পরগনায়। জানা যায়, পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজের উত্তরণের লক্ষ্যে হাওড়ার খলতপুরে আজ থেকে প্রায় ৪০ বছর আগে গড়ে ওঠা আল- আমীন মিশন মহিরুহে পরিণত হয়েছে। মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এম নুরুল ইসলামের উদ্যোগে ৭ জন ছাত্র নিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠানটির পরিবারে বর্তমান ও প্রাক্তনী নিয়ে মোট সদস্য সংখ্যা ৭০ হাজার। এক দুই করে ক্যাম্পাসের সংখ্যা ছাড়িয়েছে ৭৫, সংখ্যালঘু শিক্ষার্থীদের উত্তরণের দিশা দেখাতে আল-আমীন মিশন বিস্তার লাভ করেছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে।
ইতিমধ্যেই রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় আল-আমীন মিশনের নিজস্ব ক্যাম্পাস রয়েছে। এবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া-১ ব্লকের বদরহাটে ‘’আল-আমীন রেসিডেন্সিয়াল একাডেমি বদরহাট’’ বয়েজ ক্যাম্পাসের শুভ সূচনা হলো শনিবার। সবুজে ঘেরা প্রাচীর বেষ্টিত নির্মীয়মান ক্যাম্পাসের প্রথম তলে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ দিন ক্যাম্পাসের উদ্বোধন হয়। এত দিন উত্তর ২৪ পরগনা জেলায় আল-আমীন মিশনের নিজস্ব বিল্ডিং বা ক্যাম্পাস না থাকলেও বারাসতের গোলাবাড়ি এবং বেঁড়াচাপার জীবনপুরে অস্থায়ী ক্যাম্পাসে পঠন পাঠান চালু রয়েছে। এবার বদরহাটের নিজস্ব ক্যাম্পাসে পঞ্চম থেকে উচ্চ মাধ্যমিক ও নিটের শিক্ষার্থীদের জন্য পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে আল-আমীন সূত্রে খবর, এই বয়েস ক্যাম্পাসের অদূরেই গার্লস ক্যাম্পাস নির্মাণের কাজও দ্রুত শুরু হবে বলে জানা গিয়েছে।
শনিবার ‘’আল-আমীন রেসিডেন্সিয়াল একাডেমি বদরহাট’’ বয়েজ ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। স্বাগত ভাষন দেন মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এম নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন, হাবড়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী, প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দিলদার হোসেন, আলমগীর বিশ্বাস, সাইফুল ইসলাম, জালালউদ্দিন মল্লিক, জাহির আব্বাস মনিরুল ইসলাম, নাসিমা পারভিন, নিজামউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উজ্জ্বল প্রাক্তনীদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন ডা. মনিরুজ্জামান, ডা. দেরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন মন্ডল, শেখ আব্দুল মাহাবুদ, শেখ সাহানোয়াজ হোসেন প্রমুখ।
নতুন ক্যাম্পাস উদ্বোধনের দিন আবেগঘন মুহূর্ত দেখা গেল শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে। অশ্রু সজল চোখে নিজের সন্তানদেরকে আল-আমীন কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে অভিভাবকদের বলতে দেখা গেল ‘স্যার একমাত্র কলিজার টুকরো সন্তানকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, খেয়াল রাখবেন, মানুষের মতো মানুষ করে তুলবেন।’ অভিভাবকদের আশ্বস্ত করতে অনুষ্ঠান মঞ্চ থেকে প্রেরণামূলক বক্তব্য রাখেন মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এম নুরুল ইসলাম সহ দিলদার হোসেন, মনিরুল ইসলাম, নাসিমা পারভিনরা। কর্মকর্তাদের বক্তব্যের পরতে পরতে ছিল শিক্ষার্থীদের জন্য উত্তরণের দিশা এবং অভিভাবকদের জন্য আশ্বাস বাণী। এম নুরুল ইসলাম সাহেব এ দিন বক্তব্য রাখার সময় সন্তানদের মানুষ করার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেগুলিকে তুলে ধরেন, এবং কীভাবে আল-আমীন মিশন সকল মানের শিক্ষার্থীদেরকে মানুষ করে তুলছে তাও ব্যখ্যা করেন। তিনি বলেন, আল-আমীন মিশনের ৯০ শতাংশ শিক্ষার্থীরা কোনো না কোনও ক্ষেত্রে সাফল্য পেয়েছে। তবে শিক্ষার্থী অভিভাবকদের উদ্দেশ্যে নুরুল ইসলাম সাহেব বলেন, কাউকে দোষারোপ করে লাভ নেই, সরকারকেও না, কোনো দল কেউ না, কোনো মানুষকেও না। এ সময় তিনি পবিত্র কুরআনের আয়াত তুলে ধরে বলেন, ‘যে সম্প্রদায় নিজেদের উন্নতি চেষ্টা করে না, আল্লাহ তাদের উন্নতি করেন না।’ তাই সকলকে উন্নতির জন্য, উত্তরণের জন্য সচেষ্ট হওয়ার আহ্বান জানান। নুরুল ইসলাম সাহেবের মতে,আল্লাহপাক মাটির নিচে যেমন সোনার খনি রেখেছেন তেমনি প্রত্যেকটি মানুষের চুলের নিচে মেধার খনি দিয়েছেন, সেখানে মেধার চাষ করে নিজেদেরকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়ে উত্তরণের দিশা দেখানোই প্রধান লক্ষ্য উজ্জ্বল প্রাক্তনীদের হার না মানা জীবনের সাফল্যের কাহিনী তুলে ধরে বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে অনুষ্ঠান থেকে এম নুরুল ইসলাম মিশনের আগামী দিনের লক্ষ্য এবং পরিকল্পনার কথাও তুলে ধরেন। স্থানীয় হাবড়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাবড়া এলাকায় আল-আমীন ক্যাম্পাসের সূচনা হওয়ায় সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন দিলদার হোসেন। তিনি মনে করেন বিশ্বায়নের যুগে প্রগতির সাথে সাথে শিক্ষার্থীদের উত্তরণের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে মোবাইল ফোন। শিক্ষার্থীদের মোবাইল ফোন পরিহারের পাশাপাশি সঠিক ব্যবহারের পরামর্শ দেন দিলদার। ‘’আল-আমীন রেসিডেন্সিয়াল একাডেমি বদরহাট’’ বয়েজ ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয় মতিরায় রহমান সাহেবের দোয়ার মাধ্যমে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct