আপনজন ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, জেরুসালেম ছাড়া ফিলিস্তিনিদের আর কোথাও স্থানান্তর করা যাবে না। শনিবার (১৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি শনিবারে তিন পণবন্দীর মুক্তি সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে পণবন্দীদের হস্তান্তর স্থানে জেরুসালেম এবং আল-আকসা মসজিদের ছবি এবং সেখানে ফিলিস্তিনিদের বিশাল উপস্থিতির মাধ্যমে তারা ইসরাইল ও তার সমর্থকদের কাছে বার্তা দিয়েছে যে এটি একটি রেড লাইন। বিবৃতিতে হামাস বলেছে, ‘আমরা সমগ্র বিশ্বকে বলছি, জেরুসালেম ছাড়া আর কোথাও ফিলিস্তিনিদের স্থানান্তর করা যাবে না। ট্রাম্প এবং যারা তার মতোই উপনিবেশবাদ ও দখলদারিত্ব সমর্থন করে তাদের ফিলিস্তিনিদের স্থানচ্যুতির আহ্বানের প্রতি এটি আমাদের প্রতিক্রিয়া।’ হামাস আরো বলেছে, ‘ষষ্ঠ পর্যায়ে পণবন্দীদের মুক্তি এটাই নিশ্চিত করে যে আলোচনার মাধ্যমে এবং যুদ্ধবিরতি চুক্তির প্রয়োজনীয়তা মেনে চলা ছাড়া তাদের মুক্তির আর কোনো উপায় নেই।’ দলটি বলেছে, বিশ্ববাসী পণবন্দীদের হস্তান্তরে ‘প্রতিরোধের সাফল্য’ দেখেছে। এটি ফিলিস্তিনি সংহতির প্রতিফলন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct