সেখ নুরুদ্দিন , কলকাতা, আপনজন: শনিবার ছিল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের নির্দিষ্ট সূচি অনুযায়ী অঙ্ক পরীক্ষা। মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার আগে ৩ দিন ছুটি পেয়েছিল পরীক্ষার্থীরা। কিন্তু প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে অভিযোগ কিছু পরীক্ষার্থীর। ওই বিষয়ের প্রশ্নপত্র নিয়ে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পরীক্ষার্থীদের অনেকের অভিমত, প্রশ্ন তুলনামূলক কঠিন হয়েছে। একাধিক নামী স্কুলের বেশ কয়েকজন ভালো পরীক্ষার্থীদের কথায় প্রশ্নের ধরন প্রথাগত হয়নি। ১৫/২০ নম্বরের প্রশ্ন খুবই বুদ্ধিদীপ্ত প্রয়োগ মূলক প্রশ্ন এসেছে। তাদের আরো অভিযোগ পর্ষদের নির্ধারিত সিলেবাসে উদাহরণে প্রদত্ত নমুনা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। অথচ পর্ষদের পাঠ্যপুস্তকে স্পষ্ট উল্লেখ করা আছে “মূল্যায়ণের অন্তর্ভুক্ত নয়”(পৃষ্ঠা-৩৬৩)। প্রশ্নপত্র বিষয়ে বহু নামী বিদ্যালয়ের অঙ্ক শিক্ষকেরা মন্তব্য করেছেন প্রশ্নপত্র তুলনামূলকভাবে এই বছর কঠিন হয়েছে। বহু বিকল্পীয় প্রশ্নে ১নং দাগের প্রথম ৪টি প্রশ্ন, দাগ নম্বর-৩.২, ৩.৬, ৫.২ প্রশ্ন মাধ্যমিকের সাধারণ মানের পরীক্ষার্থীদের কাছে অনেকটাই দুর্বোধ্য। পর্ষদের পাঠ্য বইয়ে ৩ বছরের চক্রবৃদ্ধি সুদের হারের অঙ্ক (পৃষ্ঠা-১০৬) দেওয়া থাকলেও ৫.২ প্রশ্নে পাঁচ বছরের চক্রবৃদ্ধি সুদের হারের অঙ্ক এসেছে। অনেক পরীক্ষার্থীদের পরীক্ষা খারাপ হওয়ায় তারা বিষণ্ণতায় ভুগছে।
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে বাতিল হল ৩ জনের পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এদিন পরীক্ষা চলাকালীন মোবাইল উদ্ধার করা হয় এই ৩ জন পরীক্ষার্থীর কাছ থেকে ৷ হুগলির রিষড়া স্বতন্ত্র হিন্দি বিদ্যালযের পড়ুয়া পরীক্ষা দিচ্ছিল হুগলির রিষড়া ব্রহ্মানন্দ কেশবচন্দ্র হাইস্কুলে। কলকাতার বটতলা হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল কলকাতার বদরতলা হাইস্কুলের এক পড়ুয়া। পুরুলিয়ার জেলা স্কুলের এক পড়ুয়া নেতাজি বিদ্যাপীঠের পরীক্ষা দিচ্ছিল। মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা জানান, পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই এদের সকলের থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সকলের পরীক্ষা বাতিল হয়েছে ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct