আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের বিজেপি সরকার মাদ্রাসাগুলির উপর সমীক্ষা করার পর এবার সেই পথ অনুসরণ করতে চলেছে আরও এক বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মাদ্রাসাগুলির নিয়ে সরকারি সমীক্ষা করার বিষয়ে এক বৈঠকের আয়োজন করে মহারাষ্ট্র সরকার।
মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী নীতেশ রানে রাজ্যের সমস্ত মাদ্রাসার তদন্তের দাবি করেছেন ওই বৈঠকে। যদিও ওই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। তবে, মহারাষ্ট্রের মাদ্রাসাগুলির সমীক্ষা করার আর্জি জানিয়ে মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী নীতেশ রানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চিঠি লিখেছেন।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে একটি চিঠি লিখে মহারাষ্ট্রে চলমান সমস্ত মাদ্রাসার তদন্ত করার জন্য অনুরোধ করেছেন। তিনি ফড়নবিশের কাছে দাবি করেছেন, স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের সমস্ত মাদ্রাসার তদন্ত করুক। তার এই দাবির পর রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দলের নেতারা তার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলেছেন। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এর মুখপাত্র ওয়ারিস পাঠান নীতেশ রানের বিরুদ্ধে এই ধর্মীয় মেরুকরণের অভিযোগ করেছেন। ওয়ারিস পাঠান বলেন, নীতেশ রানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। প্রতিদিন তিনি মুসলমানদের সম্পর্কে নেতিবাচক কথা বলেন। সরকার এর জন্য তাকে পুরস্কৃতও করেছে এবং তাকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছে। অথচ নীতেশ রানের মন্ত্রী থাকার কোনও অধিকার নেই। আমি মহারাষ্ট্র সরকারকে বলতে চাই যে তাকে মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হোক।
এ ব্যাপারে মহারাষ্ট্র সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পিয়ারে খান বলেছেন, মাদ্রাসায় যদি কোনও দেশবিরোধী প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার অবশ্যই ব্যবস্থা নিক। তিনি বলেন, মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই মাদ্রাসাগুলির জন্য ‘আধুনিক মাদ্রাসা’ নামে একটি পরিকল্পনা নিয়ে এসেছে। যেখানে আগে মাদ্রাসাগুলিতে কেবল ধর্মীয় শিক্ষা দেওয়া হত, আজ সেখানে কারিগরি শিক্ষাও দেওয়া হচ্ছে। এখন মাদ্রাসার ছেলেমেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে। সম্প্রতি আমি বুটিবোরির একটি মাদ্রাসা পরিদর্শন করেছি। আমি একটা বাচ্চাকে খুব ভালো মারাঠি বলতে দেখেছি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসাগুলিতে ধীরে ধীরে অন্যান্য শিক্ষাও শুরু হয়েছে। সরকার নিজেই মাদ্রাসার জন্য একটি প্রকল্প পরিচালনা করছে এবং ১০.৫ লক্ষ টাকার তহবিলও দিচ্ছে। সরকার কখনই চাইবে না যে, বর্তমান সঠিক ব্যবস্থাটি থেমে যাক। সরকার যদি মাদ্রাসাগুলির বিরুদ্ধে কোনও প্রমাণ পায়, তাহলে অবশ্যই ব্যবস্থা নিক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct