আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্টে ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ বিধান) আইন সম্পর্কিত একগুচ্ছ আবেদনের শুনানি হবে সোমবার। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৭ ফেব্রুয়ারির কার্যতালিকা অনুসারে, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।
এই আইনে যে কোনও উপাসনালয়ের রূপান্তর নিষিদ্ধ করা হয়েছে এবং ১৯৪৭ সালের ১৫ আগস্ট যে কোনও উপাসনালয়ের ধর্মীয় চরিত্র বজায় রাখার বিধান রয়েছে। তবে অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক এর আওতার বাইরে রাখা হয়।
শীর্ষ আদালতে দায়ের করা কয়েকটি আবেদনে ১৯৯১ সালের আইনের কয়েকটি বিধানের বৈধতাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।
গত ২ জানুয়ারি শীর্ষ আদালত উপাসনাস্থল আইনের কার্যকর প্রয়োগের জন্য এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির দায়ের করা আবেদন খতিয়ে দেখতে রাজি হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct