সারিউল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: বয়স মাত্র তিন বছর। আর এতেই তার নাম উঠলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের গ্রন্থীক দাস।
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কানাইগঞ্জ সদরঘাট এলাকার বাসিন্দা শুভেন্দু দাসের একমাত্র ছেলে গ্রন্থীক দাস। তার বয়স মাত্র তিন বছর দুই মাস। গ্রন্থীকের মা মৌমিতা ঘোষ দাস ছেলেকে ছোট থেকেই শিখিয়েছেন কবিতা, ১২ মাসের নাম, ফল, শাক-সবজির নাম সহ অন্যান্য বিষয়ও। আর সেই গ্রন্থীক দাসের এই প্রতিভা দেখে ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষ তার নাম মনোনীত করেছে। গত সপ্তাহে বাড়িতে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের সার্টিফিকেট ও মেডেল। যেমন খুশির হাওয়া পরিবারের মধ্যে, তেমনি জিয়াগঞ্জ শহর জুড়েও। জিয়াগঞ্জের ছোট্ট গ্রন্থীকের এই কর্মকান্ডে খুশি সকলেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct