নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: ওয়াকফ সংশোধনী - ২০২৪ বিলটি পাস করানোর জন্য সংসদের উভয় কক্ষে উত্থাপন করায় তার চরম বিরোধিতায় নামল অল ইন্ডিয়া ওয়াকফ রক্ষা কাউন্সিল। এ ব্যাপারে অল ইন্ডিয়া ওয়াকফ রক্ষা কাউন্সিলের সাধারণ সম্পাদক তৌহিদ আহমেদ খান এক প্রেস বিবৃতিতে বলেন,
ইতিপূর্বে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির নিকটে এই ওয়াকফ বিলের বিপক্ষে দেশের প্রায় সমস্ত রাজ্য থেকে এক কোটি ২৫ লক্ষ লিখিত আবেদন জমা পড়েছে । ওই সকল আবেদনের ৯৫% আবেদন এই ভয়ংকর বিলের বিপক্ষে অভিযোগ জমা দেওয়া সত্ত্বেও মাত্র ৫% আবেদনকে মান্যতা দিয়েছেন কমিটির চেয়ারম্যান জাগদমবিকা পাল। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটি আমাদের দেশের সংবিধানের আর্টিকেল ১৫, ২৫ ,২৬, ২৭,২৮ এবং ২৯ নম্বর ধারাকে সরাসরি লংঘন করছে । তৌহিদ বলেন, এই বিলটি ধর্মনিরপেক্ষ বৃহৎ গণতন্ত্রের ভারতবর্ষে সকল ধর্মীয় ব্যক্তির ব্যক্তিগত ধর্মাচারণ করার অধিকারকে লংঘন করছে। এই অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী বিলের বিরুদ্ধে অল ইন্ডিয়া ওয়াকফ রক্ষা কাউন্সিল জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য রাজ্য তথা সমগ্র দেশব্যাপী গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চালিয়ে যাবে। তিনি পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের ওয়াকফ সম্পত্তি রক্ষাকারী সকল সংগঠনকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
তৌহিদ অারও বলেন, কেন্দ্রের কৃষক বিরোধী বিলের মতই ওয়াকফ সংশোধনী - ২০২৪ বিলটি প্রত্যাহার না করা পর্যন্ত অল ইন্ডিয়া ওয়াকাফ রক্ষা কাউন্সিল রাস্তায় নেমে আন্দোলন করবে এবং তাকে ওয়াকাফ সম্পত্তি রক্ষাকারী সকল সংগঠনকে একত্রিত হয়ে শামিল করতে প্রয়াস চালাবে। তিনি জানান,
অল ইন্ডিয়া ওয়াকফ রক্ষা কাউন্সিল ইতিমধ্যেই জেপিসি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল, কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তর এবং রাজ্যের সংখ্যালঘু দপ্তর থেকে ওয়াকফ বোর্ড পর্যন্ত প্রায় কুড়িটি দপ্তরে ২৬ পাতার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ওয়াকাফ সম্পত্তির রক্ষা করার জন্য অল ইন্ডিয়া ওয়াকাফ রক্ষা কাউন্সিল আগামীতে হাইকোর্ট প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং ওয়াকফ বিলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct