নিজস্ব প্রতিবেদক , বসিরহাট, আপনজন: হাড়োয়ার বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী সেতু সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ বিশেষভাবে সক্ষম দ্বাদশ শ্রেণীর ছাত্রী তথা ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তৎক্ষণাৎ হাড়োয়া থানার কর্তব্যরত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তারপর পুলিশি জিজ্ঞাসা বাদে জানা যায় ২০২৫ সালে ১৮ বছরের ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। পরিবার সূত্রে জানা যায় ,ওই ছাত্রী বিশেষভাবে সক্ষম এবং মানসিক ভারসাম্যহীন। তবে কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করার চেষ্টা করলেন সেটা ছাত্রী নিজেও জানায়নি বা তার পরিবারের সদস্যরা কেউই জানেন না। পুলিশে জিজ্ঞাসাবাদ এর পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই ছাত্রীকে। পুলিশের সক্রিয় ভূমিকায় ছাত্রী ফিরে পেল প্রাণ ।আর পুলিশের এই ভূমিকায় ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে,গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় মালদার গাজলের কৃষ্ণ পল্লী এলাকায়। জানা গেছে, মৃতার নাম সুখী পাল(১৮)। গাজল শ্যাম সুখী স্কুলের ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফাঁকা ঘরে সুযোগ নিয়ে আত্মঘাতী হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরিবারের লোকজনের বাড়ি ছিল না, বাড়ি ফিরে দেখেন সুখী ঝুলন্ত অবস্থায় রয়েছে।পরিবারের লোকজন উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনা সম্পর্কে আরো জানা যায় ,সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা একপ্রকার পড়াশোনার চাপের কারণে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী বলে খবর। দেহটি গাজল স্টেটজেনারেল হাসপাতালে থেকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়।ঘটনায় জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct