মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার নন্দনপুর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে একটি খড় বোঝাই লরিতে আগুন লেগে পুরো লরিটি পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, বৃহস্পতিবার থেকে বর্ধমান-আরামবাগ ৭ নং রাজ্য সড়কের নন্দনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ধারে বেশ কয়েকটি খড় বোঝাই লরি দাঁড়িয়ে ছিল। শুক্রবার সকালে হঠাৎ করেই একটি লরিতে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো লরিটি দাউদাউ করে জ্বলে ওঠে। স্থানীয়রা এবং পুলিশের তৎপরতায় ঘটনার খবর আরামবাগ দমকল কেন্দ্রে পৌঁছায়। খবর পেয়ে দমকল কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। মাধবডিহি থানার ওসি অনুপ দে এবং জেলা পুলিশের এক আধিকারিকও ঘটনাস্থলে হাজির হন। পুলিশ, দমকল কর্মী এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে খড় বোঝাই লরিটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পুলিশ এবং দমকল বিভাগের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার কারণ এখনও অস্পষ্ট, তবে তদন্ত চলছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct