সাবের আলি, বড়ঞা, আপনজন: বাচ্চাদের খাবার, চাওমিনের, শশ সহ একাধিক মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করার অভিযোগ এক খাবারের দোকান দারের বিরুদ্ধে। জনৈকি ক্রেতা নজরুল ইসলামের অভিযোগ,
চাওমিন নিতে গেলে শশের বোতলের মেয়াদ উত্তীর্ণ দেখতে পান ওই ক্রেতা। স্থানীয়দের দাবি, বিষয়টি দোকানদারকে জানালে তাতে ভ্রূক্ষেপ করতে চাননি দোকান মালিক। পরবর্তীতে স্থানীয়রা গিয়ে দেখতে পান ওই দোকানের একাধিক সামগ্রীর মেয়অদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। যা দিনের পর দিন ওই রেস্টুরেন্ট বেচে চলেছে বলে অভিযোগ।
এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় কুলি মেলার মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়ঞা থানার পুলিশ। আর এক ক্রেতা সঞ্জিত কুমার সাহা বলেন, মেলা দেখতে এসেছিলাম বাচ্চাদের নিয়ে। রেস্টুরেন্টে ঢুকে দেখি মেয়াদ উত্তীর্ণ শশের বোতল। তাই খাবারে দেওয়া হচ্ছে। এই খাবার খেলে বাচ্চা বৃদ্ধা সবাই অসুস্থ হয়ে পড়বে। তিনি আরো বলেন, এটা প্রশাসনের দেখা উচিত। তবে এ বিষয়ে ডাক্তারবাবুদের মত, মেয়াদ উত্তীর্ণ খাবারগুলিতে তার গুণমান থাকে না। এই খাবারগুলো খেলে অসুস্থ হতে পারে। েএমনকী শরীরের মধ্যে বিভিন্ন সংক্রমণ দেখা দিতে পারে। তাই ডাক্তার বলেন মেয়াদ উত্তীর্ণ খাবারগুলি খাবেন না। যদিও মেয়াদ উত্তীর্ণ শশ হোটেলের খাবারে ব্যবহারের অভিযোগ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি দোকান মালিকের।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা আইনের অধিকারে বলা হয়েছে
জীবন ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বস্তুর বিপণনের বিরুদ্ধে নিরাপত্তার অধিকার। পণ্যের গুণমান, পরিমাণ, শুদ্ধতা, মান এবং দামের সম্পর্কে তথ্যের অধিকার। তবে আমাদের প্রতিনিধি সেই খবর সংগ্রহ করতে গেলে মেলাতে থাকা কিছু যুবক খবর সম্প্রচার করতে বারণ করে। কিন্তু জনগণের মঙ্গলের কথা ভেবে খবর পরিবেশন থেকে বিরত থাকেনি ‘আপনজন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct