চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: খেলাধূলার মধ্যে দিয়ে শারীরিক ব্যায়াম হয়। আর এবার প্রশাসন সামলানোর পাশাপাশি মাঠে ক্রিকেট খেলতে দেখা গেল খোদ বিডিও, বিধায়ক ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ বিডিওর একাধিক কর্মীদের।শুক্রবার ছুটির দিনে নিমপীঠ বিবেকানন্দ ময়দানে জয়নগর ২ নং বিডিও ও জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির মধ্যে আমন্ত্রন মূলক দশ ওভারের ক্রিকেট খেলা হয়ে গেল।এদিন যার উদ্বোধন করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।এদিন বিধায়ক টস করেন মাঠে।আর টসে জিতে প্রথমে ব্যাটিং করতে মাঠে নামেন জয়নগর২ নং বিডিও মনোজিত বসু সহ তাঁর কর্মীরা।দশ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করেন বিডিও তাঁর কর্মীরা। আর সেই রানকে চ্যালেঞ্জ করে মাঠে নেমে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তাঁর সদস্যরা ১১১ রানে আউট হয়ে যান।এবং এ দিনের খেলার বিজয়ী হয় জয়নগর ২ নং বিডিও ও রানার্স আপ হয় জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতি। এদিন এই খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াংকা মন্ডল, ফুটিগোদা গ্রাম পঞ্চায়েত প্রধান রীনা মন্ডল সহ আরো অনেকে। এদিন পঞ্চায়েত সমিতির চার কর্মাধ্যক্ষ সেলিম শেখ, কর্ন কান্তি হালদার,ওয়াইদ মোল্লা ও সুব্রত মন্ডল এই খেলায় অংশ নেন। আর ছুটির দিনে এই খেলা দেখতে বহু দর্শক সমাগম ছিলো মাঠে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct