আপনজন ডেস্ক: চোটের কারণে যশপ্রীত বুমরা চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর ভারতজুড়ে যেন একটা হাহাকার উঠেছে! দেশটির সাধারণ ক্রিকেটপ্রেমীদের ভাবখানা এ রকম যে বুমরা ছিটকে যাওয়ায় সব আশা শেষ হয়ে গেছে। সাবেক অফ স্পিনার হরভজন সিং তাদের মনে করিয়ে দিয়েছেন, বুমরাকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে ৩–০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত।
হরভজন একই সঙ্গে আরও একটি কথা বলেছেন, বুমরাকে ছাড়াও চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জয়ের জন্য ফেবারিট ভারত। কারণ, বুমরা ছাড়াও ভারতের এই দলে অনেক ম্যাচ জেতানো খেলোয়াড় আছে। গৌতম গম্ভীর ও রোহিত শর্মাদের হরভজন মনে করিয়ে দিয়েছেন, যেকোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে অবশ্যই বুমরাকে ছাড়া খেলতে শিখতে হবে।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষণা করা কোচ গম্ভীরের প্রাথমিক দলে ছিলেন বুমরা। কিন্তু তাঁর পিঠের চোট টুর্নামেন্ট শুরুর আগে সেরে ওঠা সম্ভব নয়। এ কারণে বুমরাকে পুনর্বাসনে পাঠিয়ে তাঁর জায়গায় হর্ষিত রানাকে দলে নিয়েছে ভারত।
হরভজন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করি, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতই ফেবারিট। বুমরা বড় এক শক্তি, সে ম্যাচ জেতাতে পারে। কিন্তু বুমরা ছাড়াও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। এই যেমন অর্শদীপ, শামি, কুলদীপ ও জাদেজা। ভারতই ফেবারিট, কিন্তু তাদের ফেবারিটের মতো খেলতে হবে।’
বুমরার অনুপস্থিতিতে ভারতের পেস বোলিং বিভাগের দায়িত্ব নিতে হবে মোহাম্মদ শামি, অর্শদীপ সিং ও হর্ষিত রানাকে। বুমরা না থাকায় পেস বোলিং কিছুটা ধার হারালেও ভারতের ব্যাটিং লাইন আপের শক্তি আগের মতোই আছে বলে মনে করেন হরভজন।
ভারতের সাবেক অফ স্পিনার বলেছেন, ‘সামর্থ্যের কারণেই আমি ভারতকে ফেবারিট বলছি। রোহিত ছন্দে ফিরেছে, বিরাট (কোহলি) রান পেয়েছে, শুবমান গিল ও শ্রেয়াস আইয়ার রান করছে। ব্যাটিং ও বোলিং বিভাগ পারফর্ম করছে। আমার মনে হয়, বুমরার অভাবটা শেষ কয়েক ওভারে অনুভূত হবে, বিশেষ করে যখন প্রতিপক্ষের অল্প কিছু রান লাগবে আর হাতে ২ বা ৩ উইকেট থাকবে। কিন্তু টুর্নামেন্ট জিততে চাইলে আপনাকে বুমরাকে ছাড়া খেলতে জানতে হবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct