নকীবউদ্দিন গাজি, কুলপি, আপনজন: অতিরিক্ত টমেটোর ফলন টমেটো বিক্রি করে দাম পাচ্ছে না চাষিরা বিঘের পর বিঘে পড়ে রয়েছে পাকা টমেটো, এমনকি ফেলে দিতে হচ্ছে এই টমেটো এমনটাই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার করঞ্জলী , বেলপুকুর নিশ্চিন্তপুর সহ জেলার একাধিক জমিতে। এক টাকা কেজি ধরে বিক্রি করতে হচ্ছে এই টমেটো, ফলে দাম না পেয়ে হতাশায় চাষিরা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কুলপি সহ বিভিন্ন জায়গায় বিঘের পর বিগে এভাবে চাষ হয়েছে টমেটো প্রথম দিকে দাম পেলেও পরে আর দাম পায়নি চাষীরা যা কেজিপ্রতি পাইকারি দর ১ টাকা থেকে দু টাকা। টমেটো তুলতে এই টমেটো বাজারে নিয়ে যেতে যে পরিমাণ খরচ হয় টমেটো বিক্রি করে সেই খরচের টাকাও তুলতে পারছে না চাষিরা। ফলে চাষের জমিতে কুইন্টাল কুইন্টাল টমেটো পড়ে নষ্ট হচ্ছে। একদিকে সারের দাম বেড়েছে অন্যদিকে চাষীরা আগাম টাকা নিয়ে চাষ করছে সব মিলিয়ে ক্ষতির মুখে টমেটোর চাষিরা। চাষীদের দাবি যদি একটা হিম ঘর থাকত তাহলে টমেটোগুলো সেখানে রাখা গেলে এই টমেটোগুলো চড়া দামে বিক্রি হত পরে। কোন হিমঘর না থাকার ফলে এভাবে মাঠে পড়ে নষ্ট হচ্ছে টমেটোগুলো। দেনা করে চাষ করে সেই অর্থ না লাভ হলে দেনার দায় হয়তো আবার চাষীর মৃত্যুর মুখে পড়তে হবে ,এমনটাই মনে পড়ছে চাষিরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct