আপনজন ডেস্ক: ভ্যাটিকান সরকারের সচিবালয় ফিলিস্তিনি জনগণের নিজ ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভ্যাটিকানের সচিবালয়ের প্রধান পিয়েত্রো পারোলিন বলেছেন, ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমি থেকে বাড়ি ছাড়া করা উচিত নয়।
ইতালি ও ভ্যাটিকান এ অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে পারোলিন সংবাদমাধ্যমের সাথে কথা বলেন এবং ফিলিস্তিনি জনগণের জোর করে বিতাড়ন বিষয়টি ভ্যাটিকানের মূল নীতির বিপরীত বলে জানান। তিনি বলেন, “ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমিতে থাকতে হবে। এটি ভ্যাটিকানের একটি মৌলিক নীতি: কোনো ধরনের বাড়ি ছাড়া করা যাবে না।”
তিনি আরও বলেন, “এছাড়া ইতালির পক্ষ থেকে কেউ কেউ বলেছে যে, এটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করবে, তাই বাড়ি ছাড়া করার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত নয়।” পারোলিনের এই মন্তব্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখল এবং ফিলিস্তিনি জনগণকে অন্যান্য দেশে জোরপূর্বক পুনর্বাসন করার পরিকল্পনার বিরুদ্ধে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct