আপনজন ডেস্ক: পুরো বিশ্ব শাসন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পকে চালায় কে? সবকিছুর আড়ালে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ এখন বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্কের হাতে। ট্রাম্পও যে মাস্কের হাতের পুতুল তাও বোঝার বাকি নেই আর। সম্প্রতি ইলন মাস্ক ও ট্রাম্পের একটি ব্যবসায়িক মিটিং এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যায় ইলন মাস্ক তার ৪ বছর বয়সী ছেলেকে সাথে নিয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তার মন্ত্রণালয়ের মন্ত্রীরাসহ বিশেষ ব্যক্তিবর্গের সাথে কথা বলছেন।
ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। এটি দেখে নেটিজেনরা ধারণা করছেন ট্রাম্প নয় পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করছেন ইলন মাস্ক। কারণ এই ভিডিওতে দেখা যায়, ইলন মাস্ক এই মিটিংয়ে কথা বলার সময় ৩ হাজার ৬‘শ ৬৬ টি শব্দ ব্যবহার করেছেন তার বিপরীতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ব্যবহার করেছেন ২ হাজার ৪‘শ ৮৭ টি শব্দ। শুধু এটিই নয় এই মিটিংয়ে কথা বলেছেন ইলন মাস্কের ৪ বছর বয়সী শিশু পুত্রও। এসময় ইলন মাস্কের মাথার ওপর কাঁধের ওপরও বসে থাকতে দেখা যায় তার ছোট্ট শিশু ‘এক্স’কে। তাহমিনা মিম নামের একজন ফেসবুকে লিখেছেন, ট্রাম্প, ইলন মাস্কের হাতের পুতুল। ইলন যেভাবে যা বলে ট্রাম্প সেভাবেই তা করে যাচ্ছে। যেনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নয় ইলন মাস্ক। রাকিব নামের একজন লিখেছেন, টাকার কাছে ট্রাম্পও বিক্রি হয়ে গেছেন, ইলন মাস্ক আর তার পুচকো ছেলের কথাও কি মনোযোগ দিয়ে শুনছেন তারা।
এই তো কয়েক দিন আগেই ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ইলন মাস্ককে নির্বাহী আদেশের মাধ্যমে আরও ক্ষমতাবান করে তোলেন। নতুন সেই নির্বাহী আদেশে, মাস্কের সরকারি দক্ষতা অফিসকে সহযোগিতা করতে অন্যান্য কেন্দ্রীয় দফতরকে নির্দেশ দেন তিনি। এবারই প্রথম ইলন মাস্ক ও ট্রাম্পকে নিয়ে আলোচনা নয়, এর আগেও এমন আলোচনা হয়েছে তাদের নিয়ে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনে ট্রাম্পের চেয়ারে গ্লাস হাতে মার্কিন ধনকুবের ইলন মাস্কের ছবি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তখনই সবাই ধারণা করেন যে যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্ব চালাচ্ছেন ইলন মাস্ক।
তবে, সরাসরি পুরো বিশ্ব শাসন না করলেও য্ক্তুরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবসাসহ সর্বক্ষেত্রে বুদ্ধিদাতা যে বর্তমান বিশ্বের সেরা ধনি ইলন মাস্ক তা বুঝতে পারছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct