আপনজন ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একটি সমাবেশে সংগঠনের ‘সরসঙ্ঘচালক’ মোহন ভাগবতের বক্তব্য রাখার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
লাউডস্পিকার ব্যবহার নিয়ে আশেপাশের স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষা চলার কারণে রাজ্য সরকার অনুমতি না দেওয়ার পরে বিচারপতি অমৃতা সিনহা সমাবেশ চালিয়ে যাওয়ার অনুমতি দেন।
সমাবেশটি রবিবারে নির্ধারিত ছিল উল্লেখ করে বিচারপতি সিনহা বলেছিলেন: স্বীকার করতেই হবে, মাধ্যমিক পরীক্ষা চলছে। তবে যেহেতু অনুষ্ঠানটি রবিবার ছুটির দিন এবং তাও মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের জন্য এবং রাজ্যের উত্তরদাতাদের নির্দেশ অনুসারে, এলাকার নিকটতম স্কুলটি সাই কমপ্লেক্স থেকে প্রায় ৫০০ মিটার দূরে, তাই পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কোনও হস্তক্ষেপ বা বিরক্তি সৃষ্টি করার কোনও সুযোগ নেই। আদালত, সেই অনুযায়ী, আবেদনকারীকে এমনভাবে অনুষ্ঠান পরিচালনা করার অনুমতি দেয় যাতে এটি তাদের পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকা কোনও পরীক্ষার্থীর কোনও অসুবিধার কারণ না হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct