আপনজন ডেস্ক: বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) রিপোর্ট বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষে পেশ করা হয়। বিরোধীদের অভিযোগ, ওয়াকফ নিয়ে চূড়ান্ত রিপোর্টে নাম লেখাতেই বিরোধী সাংসদদের ইস্যু করা নোট সরিয়ে ফেলা হয়েছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন সভাপতি এবং লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিও যৌথ সংসদীয় কমিটির অংশ ছিলেন। কমিটির কাজকর্মের কড়া সমালোচনা করেছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিরোধীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং ডিসেন্ট নোটের রিপোর্ট থেকে তাদের বাদ দেওয়ার বিষয়ে দীর্ঘ কথা বলেছেন। ওয়াইসি বলেন, কমিটির বৈঠক একেবারেই ভুল ভাবে হয়েছে। স্পিকার (বিজেপি সাংসদ জগদম্বিকা পাল) নিজের সুবিধার অপব্যবহার করেছেন এবং কমিটির সদস্যদের সঙ্গে ভুল আচরণ করেছেন। কমিটির মেয়াদ আইনসভার অধিবেশন শেষ হওয়া পর্যন্ত হওয়া উচিত ছিল। কিন্তু তার আগেই কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। তাছাড়া শেষ মুহূর্তে খসড়াটি আমাদের সামনে পেশ করা হয়। আমরা কীভাবে কয়েক ঘন্টার মধ্যে এটিতে একটি ভিন্নমত নোট দিতে পারি? ওয়াইসি বলেন, তেলুগু দেশম পার্টি, জনতা দল (ইউনাইটেড) ও লোক জনশক্তি পার্টির (রামবিলাস) জানা উচিত যে তারা অসাংবিধানিক কাজ করছে। তারা ওয়াকফ ধ্বংসে অবদান রাখছে। এভাবে সংখ্যালঘু মুসলমানদের স্বার্থ রক্ষার নামে নির্লজ্জ নীতি ও ধর্মনিরপেক্ষতার মুখোশ সামনে বেরিয়ে আসবে। এই বিল আইনে পরিণত হলে মুসলিমরা এই বিশ্বাসঘাতকতার জন্য নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু এবং চিরাগ পাসোয়ানকে কখনই ক্ষমা করবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct