তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন : চাঁচলে বৃহস্পতিবার দিনভর পরিদর্শন করলেন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। সঙ্গে ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি,চাঁচল মহকুমাশাসক শৌভিক মুখোপাধ্যায়,চাঁচল এসডিপিও সোমনাথ সাহা ও চাঁচল ১ ব্লকের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে ইমার্জেন্সি বিভাগ সহ প্রতিটি বিভাগ ঘুরে দেখেন জেলাশাসক। হাসপাতালে আসা রোগীর পরিজনদের হাতে টিবি মুক্ত ভারত করার শপথের লিফলেট তুলে দেন জেলাশাসক।এসএনসিইউতে ১০ ও সিসিইউতে ৪ টি বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।পাশাপাশি এদিন হাসপাতালের দ্বিতলে থাকা মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তরে তালা দেখেন ডিএম।খাদ্য সুরক্ষা আধিকারিককে শোকজের নির্দেশ দেওয়া হয়।বারোগাছিয়াতে অবৈধভাবে চলা একটি রাসায়নিক সারের দোকানও সিল করার নির্দেশ দেন ডিএম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct