চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: বর্তমানে বেসরকারি স্কুলের কাছে সরকারি স্কুল পিছিয়ে পড়ছে। পড়ুয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সরকারি স্কুলে।আর তাই সরকারি স্কুলে পড়ুয়া ফেরাতে উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ।গত বছর নতুন ভবন তৈরি হয়েছে জয়নগর থানার চালতাবেড়িয়া পঞ্চায়েতের ব্যানার্জির আবাদ প্রাথমিক স্কুলে। তাঁর পরে প্রধান শিক্ষকও নিয়োগ হয়। কিন্তু গত কয়েক বছরে পড়ুয়ার সংখ্যা সে ভাবে বাড়েনি। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গেল,এক সময়ে এই স্কুলে প্রচুর ছাত্রছাত্রী ছিল। বছর দশেক আগেও স্কুলের পড়ুয়া সংখ্যা ছিল তিনশোর বেশি। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুল ভবন বেহাল হয়ে পড়েছিল। পরিকাঠামো ও পঠনপাঠন নিয়ে আরও নানা অভিযোগও উঠছিল। এ সবের জেরে পড়ুয়া কমতে শুরু করে। বছর তিনেক আগে স্কুলের পড়ুয়ার সংখ্যা একশোর নীচে নেমে যায়। বর্তমানে চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। গত বছর থেকেই এলাকার মানুষকে বুঝিয়ে বাচ্চাদের স্কুলে আনতে উদ্যোগী হন শিক্ষকরা। বর্তমানে দেড়শোর কাছাকাছি পড়ুয়া রয়েছে স্কুলে। যাতে আরও পড়ুয়া স্কুলে আসে, সেই কারণেই বর্তমান ছাত্র ছাত্রীদের নিয়ে মিছিলের আয়োজন করা হয়েছিল। প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা গ্রামের পথে মিছিল করে। সঙ্গে ছিলেন শিক্ষক শিক্ষিকারাও। গ্রামের স্কুলেই ছেলেমেয়েদের ভর্তি করানোর জন্য অভিভাবকদের বার্তা দেওয়া হয়। প্রধান শিক্ষক প্রদীপকুমার দাস বলেন,আমরা চাই গ্রামের সব ছেলেমেয়ে গ্রামের স্কুলেই পড়াশোনা করুক। ছাত্র ছাত্রীদের মিছিলের মাধ্যমে একটি বার্তা দেওয়া হল। গ্রামের মানুষের সঙ্গে বৈঠক করেও আমরা ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করানোর আর্জি জানাব। এব্যাপারে জয়নগর উত্তর চক্রের অবর স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন, পঠনপাঠন, পরিকাঠামোর দিক থেকে সরকারি স্কুল কোনও ভাবেই পিছিয়ে নেই। অভিভাবকেরা নিশ্চিন্তে বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct